×

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৮, ০৫:১৯ পিএম

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে মুখোমুখি হবে ফিলিস্তিন ও তাজিকিস্তান। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও মাছরাঙা টেলিভিশন। তাজিকিস্তান ও ফিলিস্তিন দুদলই প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে অংশ নিতে এসে ফাইনালে উঠেছে। সে হিসেবে দুদলের সামনেই এখন প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জয়ের হাতছানি। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম আসর বসেছিল ১৯৯৬ সালে। মালেশিয়ার হাতে উঠেছিল ওই আসরের শিরোপা। ১৯৯৯ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টটির দ্বিতীয় আসরের শিরোপা জেতে জাপান লিগ ইলেভেন। মাঝখানে দীর্ঘ বিরতির পর ২০১৫ সালে বসে টুর্নামেন্টটির তৃতীয় আসর। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। ২০১৬ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টটির সর্বশেষ আসরের শিরোপা জেতে নেপাল। এবার নতুন কারো হাতেই উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা। ফিলিস্তিন নাকি তাজিকিস্তান? চ্যাম্পিয়ন হবে কোন দেশ সে আলোচনা এখন ফুটবল অঙ্গনে। তাজিকিস্তান ও নেপালকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালের টিকেট পায় ফিলিস্তিন। শেষ চারের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করে তারা। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে গ্রুপ রানার আপ হিসেবে সেমির টিকেট পায় তাজিকিস্তান। ফাইনালে উঠার লড়াইয়ে তারা ২-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। ফেভারিট হিসেবেই আজকের ম্যাচে খেলতে নামবে ফিলিস্তিন। কেননা টুর্নামেন্টে তাজিকিস্তানের বিপক্ষে ইতোমধ্যেই ১টি ম্যাচ খেলেছে তারা। গ্রুপ পর্বের ওই ম্যাচে কোচ নুরুদ্দীন আলির শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে। যা শিরোপা নির্ধারণী ম্যাচে ফিলিস্তিনের খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। শুধু তাই নয়, র‌্যাঙ্কিংয়েও তাজিকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে ফিলিস্তিন। ফিফা র‌্যাঙ্কিংয়ে এখন তাজিকিস্তানের অবস্থান ১২০ নম্বরে, অন্যদিকে ফিলিস্তিনের অবস্থান ১০০। অতীত রেকর্ডের বিচারেও ফিলিস্তিন এগিয়ে রয়েছে। দুদল এখন পর্যন্ত ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ১টি ম্যাচে ফিলিস্তিন জয় পেয়েছে এবং ড্র হয়েছে অবশিষ্ট ২টি ম্যাচ। তবে অতীত রেকর্ড ও সাম্প্রতিক পারফরমেন্সে ফিলিস্তিন এগিয়ে থাকলেও আজকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী তাজিকিস্তান। গতকাল দলটির কোচ আলিসার টুকতায়েব জানিয়েছেন, ফিলিস্তিন ফেভারিট হলেও কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত তার শিষ্যরা। অন্যদিকে ফাইনালে তাজিকিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরের শিরোপা জেতার কথা জানিয়েছেন ফিলিস্তিনের কোচ নুরুদ্দীন আলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App