×

অর্থনীতি

এবি ব্যাংকের এমডির পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৮, ০৮:১৬ পিএম

এবি ব্যাংকের এমডির পদত্যাগ

অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ বিষয়ে এবি ব্যাংক নিয়ে দুদকের তদন্ত চলাকালে এবার পদত্যাগ করলেন ব্যাংকটির এমডি মশিউর রহমান চৌধুরী। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ব্যারিস্টার ফাহিমুল হক পদত্যাগ করেন। নানা অনিয়মের কারণে ব্যাংকটির বিভিন্ন আর্থিক সূচক এখন নিম্নমুখী।

মশিউর রহমান চৌধুরীর পদত্যাগের বিষয়টি ব্যাংকের একজন পরিচালক নিশ্চিত করে জানান, ব্যাংকের আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাওয়ায় পদত্যাগের জন্য তার ওপর বিভিন্ন পক্ষের চাপ ছিল। এ রকম পরিস্থিতির মধ্যে গতকাল পরিচালনা পর্ষদের বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়।

প্রসঙ্গত, মশিউর রহমান গত বছরের ৯ মে থেকে তিন বছর মেয়াদে এবি ব্যাংকের এমডি পদে নিয়োগ পান। এর আগে ব্যাংকটির ডিএমডি ছিলেন তিনি। ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরুর পর ২০০৩ সালে যোগদান করেন এবি ব্যাংকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App