×

জাতীয়

১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮, ০৩:১০ পিএম

১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল
ঘূর্ণিঝড় তিতলি মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে উপকূলীয় ১৯ জেলার সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’ মোকাবেলায় সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান । এসময় মন্ত্রী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে ঘূর্ণিঝড়টি সকালে ভারতের আঘাত হেনেছে। আমাদের এখানে আঘাত হানার আশঙ্কা ছিল। ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে উড়িষ্যা এবং অন্ধ্র প্রদেশে আঘাত হানে তিতলি। উড়িষ্যার গোপালপুরে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ছিল প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার। অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামে এই গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০- ১৬০ কিলোমিটার। অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় তিতলির আঘাতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে উড়িষ্যার গোপালপুর। ধসে পড়েছে অসংখ্য মাটির বাড়ি। ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানায় রক্ষা পেয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও সদরের উপকূলীয় এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App