×

পুরনো খবর

শেখ হাসিনাকে হত্যা করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮, ১১:৩৯ এএম

শেখ হাসিনাকে হত্যা করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যার পর চার নেতাকেও ষড়যন্ত্র করে কারাগারে হত্যা করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টা চালানো হয়। তৎকালীন রাষ্ট্রীয় যন্ত্রের পৃষ্ঠপোষকতায় প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্পেশালাইজড মারণাস্ত্র আর্জেস গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। প্রশ্ন উঠে, কেন এই মারণাস্ত্রের ব্যবহার? দীর্ঘ ১৪ বছর পর আলোচিত এ মামলার রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে বিচারক এসব কথা বলেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন বিচারক শাহেদ নূর উদ্দিন। মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনীতিতে অবশ্যম্ভাবীভাবে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে শত বিরোধ থাকবে। তাই বলে বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার প্রয়াস চালানো হবে? এটা কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতায় যে দলই থাকবেন, বিরোধী দলের প্রতি তাদের উদারনীতি প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। আদালত বলেন, বিরোধী দলের নেতৃবৃন্দকে হত্যা করে ক্ষমতাসীনদের রাজনৈতিক ফায়দা অর্জন করা মোটেই গণতান্ত্রিক চিন্তার বহিঃপ্রকাশ নয়। সাধারণ জনগণ এ রাজনীতি চায় না। সাধারণ জনগণ চায় যে কোনো রাজনৈতিক দলের সভা, সমাবেশে যোগ দিয়ে সেই দলের নীতি, আদর্শ ও পরিকল্পনা সম্পর্কে সম্যক জ্ঞান ধারণ করা। আর সেই সভা-সমাবেশে আর্জেস গ্রেনেড বিস্ফোরণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে হত্যার এ ধারা চালু থাকলে পরবর্তীতে দেশের সাধারণ জনগণ রাজনীতি বিমুখ হয়ে পড়বে। আদালত বলেন, সিলেটে হজরত শাহজালালর (রহ.)-এর দরগা শরিফের ঘটনা, সাবেক অর্থমন্ত্রী এসএম কিবরিয়ার ওপর নৃশংস হামলা, রমনা বটমূলে সংঘটিত বোমা হামলা এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত গ্রেনেড হামলার পুনরাবৃত্তি আদালত চায় না। পর্যবেক্ষণে আদালত আরও বলেন, ঘটনার (২১ আগস্ট হামলা) আগে বিভিন্ন সময় এ মামলার আসামিরা অভিন্ন অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র সভা করে পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ২৪ জনকে হত্যা করে। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে প্রসিকিউশন পক্ষ সক্ষম হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আসামিদের শাস্তি প্রদান যুক্তিসঙ্গত বলে মনে করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App