×

বিনোদন

গঙ্গা-যমুনা উৎসবে সৈয়দ শামসুল হকের ‘চম্পাবতী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮, ০১:২২ পিএম

গঙ্গা-যমুনা উৎসবে সৈয়দ শামসুল হকের ‘চম্পাবতী’
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ৬ষ্ঠ দিন পল্লীকবি জসীমউদ্দীনের নাট্যগ্রন্থ ‘বেদের মেয়ে’ অবলম্বনে সব্যসাচী কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক রচিত নৃত্যনাট্য ‘চম্পাবতী’ মঞ্চস্থ হয়েছে। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গতকাল বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটকটি নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। বেদে সমাজের জীবন কাহিনী নির্ভর এ নৃত্যনাট্যটির শুরুতে দেখানো হয় তাদের জীবনাচরণ, পেশা ও জীবনদর্শন। একবার এক পেশাদার বেদে দল নাচ ও সাপের খেলা দেখানোর মাধ্যমে অর্থ উপার্জনের জন্য যায় একটি গ্রামে। সে গ্রামের মোড়লের লোলুপ দৃষ্টি পড়ে বেদে দলটির দলনেতা গয়ার স্ত্রী চম্পাবতীর ওপর। মোড়ল অর্থের বিনিময়ে চম্পাবতীকে নিজের করে পেতে চায়। বেদে দলের কেউ এ প্রস্তাবে রাজি না হলে মোড়ল ক্ষমতার অপপ্রয়োগ করে দলনেতাসহ অন্যদের নির্যাতন করে। একপর্যায়ে দলের স্বার্থ চিন্তা করে চম্পাবতী নিজেই মোড়লের কাছে থেকে যেতে রাজি হয়। এমনই নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী। নাটকে চম্পাবতী নাম চরিত্রে অভিনয় করেন মেহেরুন মাহিন, গয়া বাইদা চরিত্রে আল আমিন, আসমানি চরিত্রে রওশন জান্নাত রুশনী, মোড়ল চরিত্রে আলী নূর, মোড়ল বউ চরিত্রে হৃদী, মাইনকা চরিত্রে আনোয়ার, বৈষ্টুমী চরিত্রে নাসরিন অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন তাহা, উনাইসা, লিন্ডা, এঞ্জেলিকা, স্বাধীন, আলফা, বর্ষা, দোয়েল, রাজা, অপরাজিতা। নাটকের মঞ্চ জুড়ে ছিল আলো-আঁধারির খেলা। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান এবং মঞ্চ পরিকল্পনা সাজিয়েছেন পলাশ হেনড্রী সেন। চম্পাবতী নাটকে পোশাক পরিকল্পনায় রয়েছেন আইরিন পারভীন লোপা, আবহসঙ্গীতে শিশির রহমান। কোরিওগ্রাফিতে সামিউন জাহান দোলা ও রূপসজ্জায় থাকছেন তন্ময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App