×

পুরনো খবর

রায় প্রত্যাখ্যান : ৭ দিনের কর্মসূচি বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০৩:২৮ পিএম

রায় প্রত্যাখ্যান : ৭ দিনের কর্মসূচি বিএনপির
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ফরমায়েশি রায়’ উল্লেখ করে প্রতিবাদে ৭ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। রায় ঘোষণার পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনদের ফরমায়েশি রায় আমরা প্রত্যাখ্যান করছি। এ রায় রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এ সময় এ মামলা আইনগতভাবে মোকাবেলার পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলার কথা জানান তিনি বুধবার দুপুরে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে ১১ অক্টোবর ঢাকাসহ মহানগর, জেলা ও থানা শাখায় বিক্ষোভ সমাবেশ, ১৩ অক্টোবর সারাদেশের ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, ১৪ অক্টোবর ঢাকাসহ সারদেশে যুবদলের বিক্ষোভ, ১৫ অক্টোবর ঢাকাসহ সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিল, ১৭ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মহিলা দলের মানববন্ধন ও ১৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে শ্রমিক দলের মানববন্ধন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App