×

জাতীয়

রাজধানীতে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০৯:০৮ পিএম

রাজধানীতে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদল।

আজ বুধবার বিকেলে রাজধানীর গ্রিনরোডে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোক্তার ও শামসুল আলম রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে রাজধানীর বঙ্গভবন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল থেকে তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিলের দাবি জানানো হয়।

এর আগে আজ বুধবার বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীরসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসির আদেশ দেন আদালত।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়কে ‘ফরমায়েশি ও রাজনৈতিক প্রতিহিংসার রায়’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে বিএনপি। রায়ের প্রতিবাদে আগামী ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সাতদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App