×

জাতীয়

ফেসবুকে আপত্তিকর ছবি, স্কুলছাত্রীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০২:২৪ পিএম

ফেসবুকে আপত্তিকর ছবি, স্কুলছাত্রীর আত্মহত্যা
ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামের দিশারী বিশ্বাস মিম নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহননকারী দিশারী ওই গ্রামের মোহাম্মদ আলী টুলুর মেয়ে এবং স্থানীয় কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গতকাল মঙ্গলবার মৃতের লাশ ময়নাতদন্ত শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। দিশারীর মামা মিজানুর রহমান জানান, মানিকগঞ্জ সদর উপজেলার নালরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কলেজছাত্র আলাউদ্দিন ফেক আইডির মাধ্যমে তার ভাগ্নির সঙ্গে যোগাযোগ করত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ইমোতে তারা কিছু ছবিও আদান-প্রদান করে। কিছু দিন যাওয়ার পর দিশারী ছেলেটির আসল পরিচয় জানতে পেরে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু আলাউদ্দিন দিশারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এ ঘটনাটি আলাউদ্দিনের পরিবারকে একাধিকবার জানানো হয়েছে। পাশাপাশি মৌখিকভাবে আলাউদ্দিনকেও সতর্ক করা হয়। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে গত রবিবার আলাউদ্দিন তার ফেসবুক আইডি ‘অলেখা কাব্য’তে দিশারীর কয়েকটি আপত্তিকর ছবি পোস্ট করে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দিশারী লজ্জা ও অপমানে গত সোমবার দুপুরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সিংগাইর থানার পুলিশ দিশারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে মূল হোতা আলাউদ্দিন পলাতক রয়েছে। দুই ভাই এক বোনের মধ্যে দিশারীই ছিল সবার বড়। বর্তমানে মৃতের পরিবারে বইছে শোকের মাতম। অভিযুক্ত আলাউদ্দিনের শাস্তি দাবি করছে নিহতের পরিবারটি। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মতিউর রহমান মিঞা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App