×

জাতীয়

ঘূর্ণিঝড় তিতলি মোকাবিলায় কক্সবাজারে জরুরি প্রস্তুতি সভা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০৭:৩৬ পিএম

ঘূর্ণিঝড় তিতলি মোকাবিলায় কক্সবাজারে জরুরি প্রস্তুতি সভা
ঘূর্ণিঝড় ‘তিতলি’ মোকাবিলায় জরুরি প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। বুধবার (১০ অক্টেবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ সভা আহ্বান করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, কানিজ ফাতেমা মোস্তাক ও কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মো. শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘তিতলি’ মোকাবিলার জন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে আহ্বান জানানো হয়। একইসঙ্গে জেলা প্রশাসনের ত্রাণ ও দুযোর্গ অধিদপ্তরকে জেলা প্রশাসন প্রস্তুত বলে জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আবদুর রহমান জানান, যেকোন পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উপকূলের লোকজনকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা এবং খাবারের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানসহ সব পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতির কথা জানা কাজী আব্দুর রহমান। একইসঙ্গে উপকূলে বসবাসকারী লোকজনকে সতর্ক থাকতে নির্দেশনা এবং সাগরে থাকা মাছ ধরার নৌকাকে উপকূলে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আবহাওয়ার পূর্বাবাস মেনে ঘূর্ণিঝড় তিতলি মোকাবিলায় কক্সবাজার জেলা প্রশাসন জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App