×

অর্থনীতি

আমদানি হচ্ছে ১ লাখ ৫০ হাজার টন ইউরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ পিএম

আমদানি হচ্ছে ১ লাখ ৫০ হাজার টন ইউরিয়া

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। এ জন্য ব্যয় হবে ৪৫৯ কোটি ৬৩ লাখ টাকা।

এসব সার সরবরাহের কাজ পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিডেট ও মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রি ইমপোর্ট ঢাকা লিমিডেট।

আজ বুধবার (১০ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে ৫০ হাজার টন ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন দেয় এ কমিটি।

কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রীয় কাজে বিদেশে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৫০ হাজার টন ইউরিয়া আমদানির একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ৫০ হাজার টন ইউরিয়া আমদানিতে সরকারের ব্যয় হবে ১৫৩ কোটি ২২ লাখ টাকা। এ সার সরবরাহ করবে তাহের ব্রাদার্স লিমিডেট। অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরও এক লাখ টন ইউরিয়া আমদানির একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এক লাখ টন সার আমদানিতে সরকারের ব্যয় হবে ৩০৬ কোটি ৪১ লাখ টাকা। এসব সার সরবরাহ করবে মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রি ইমপোর্ট ঢাকা লিমিডেট।

এছাড়াও বৈঠকে ইন্ডিয়ান ডলার ক্রেডিট লাইনের আওতায় গৃহীত ‘খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (১ম সংশোধীত)’ শীর্ষক প্রকল্পের কনসালট্যান্সি সার্ভিসের অবশিষ্ট কাজের জন্য একক উৎস ভিত্তিক পদ্ধতিতে পরামর্শক নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।

ভারতের পরামর্শক প্রতিষ্ঠান স্টুপ কনসালট্যান্সি প্রাইভেট লিমিটেডকে ৫৮ কোটি দুই লাখ টাকা ব্যয়ে পরার্শক নিয়োগ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App