×

জাতীয়

শিশু অধিকার সপ্তাহ চট্টগ্রামে শিশু সমাবেশ ও মানববন্ধন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৩০ পিএম

বাল্যবিয়ে নিরোধ দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নগরীতে মানববন্ধন, শিশু সমাবেশ ও এওয়্যারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের সামনে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম ও ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। শিশু সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটা শিশুর ভবিষ্যৎকে বিপদগ্রস্ত করে তুলে। সমাজের সর্বস্তরে শিশুর অধিকার সুরক্ষায় পরিবারের পাশাপাশি শিশু সুরক্ষার জন্য দায়িত্ববান সব প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে। শিশুরা যদি নির্যাতন, সহিংসতা এমনকি বাল্যবিয়ে থেকে মুক্ত ও সুরক্ষিত থেকে নিজেদের জীবন সুগঠিত করতে পারে তাহলে তারাই আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে। শিশু সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে মুখ্য আলোচক ছিলেন চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নার্গিস সুলতানার সভাপতিত্বে এবং বিবিএফের ম্যানেজার (প্রোগ্রাম) সোহাইল উদ দোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৃষ্টি ব্রত পাল, পাঁচলাইশ থানা পুলিশের উপপরিদর্শক কাজী মাসুমুর রহমান, অপরাজেয় বাংলাদেশ-চট্টগ্রামের ইনচার্জ মাহাবুবুল আলম, প্রবর্তক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক রুমা মজুমদার, বিবিএফের প্রোগ্রাম অফিসার চন্দন কুমার বড়ুয়া, জোনাল ম্যানেজার টুম্পা চৌধুরী, ইয়ুথ এডভোকেট মোজাম্মেল হক, অপরাজেয় বাংলাদেশের শিশু শবনম সুলতানা সাকী এবং শিশু শিক্ষার্থী সানজিদা আক্তার। সমাবেশে শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের ‘ইয়ুথ এডভোকেট’স এওয়্যারনেস ক্যাম্পেন’ এর আওতায় জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু আইন-২০১৩, বাল্যবিয়ে নিরোধ, শিশু পাচার, শিশুর জন্য নিরাপদ পরিবেশ, শিশু সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর সচেতনতামূলক ধারণাপত্র বিলি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App