×

তথ্যপ্রযুক্তি

জে২ কোর নিয়ে আসছে স্যামসাং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮, ০৫:১৪ পিএম

জে২ কোর নিয়ে আসছে স্যামসাং
স্যামসাং-এর জে২ সিরিজটি বাংলাদেশে সবচেয়ে ব্যবসাসফল এবং নির্ভরযোগ্য একটি সিরিজ। সাধারন মানুষ জে২ সিরিজের ডিভাইসগুলোর ক্ষেত্রে যে সাড়া দিয়েছে তা অতুলনীয় এবং সিরিজটির প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। উল্লেখ্য, গত ২০১৫ সালে জে২ নামে জে সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে এনেছিলো স্যামসাং। পরবর্তীতে ২০১৬ সালে জে২ ২০১৬, ২০১৭ সালে জে২ প্রাইম এবং সর্বশেষ ২০১৮ সালে জে২ ফোরজি দেশের বাজারে আনে স্যামসাং মোবাইল বাংলাদেশ। তথ্যমতে, জে২ ডিভাইসটি টানা তিন বছর দেশের বাজারে সর্বোচ্চ বিক্রিত হ্যান্ডসেট। স্যামসাং-এর আমদানী তথ্যমতে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৭ লাখ বিক্রি হয়েছে জে২ সিরিজের ডিভাইসগুলো। স্বল্প বাজেটে স্যামসাং-এর আধুনিক স্মার্টফোন ব্যবহার করতে পারায় জে২ সিরিজের নতুন ডিভাইসের দিকে মুখিয়ে থাকে অসংখ্য সম্মানিক ক্রেতা। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের চাহিদা মেটাতে জে২ সিরিজের নতুন ডিভাইস জে২ কোর আনতে যাচ্ছে স্যামসাং। স্বল্প বাজেটের এ ডিভাইসটির আকর্ষণীয় দিকগুলোর মধ্যে রয়েছে টানা ১১ ঘন্টা ইউটিউব গো ব্যবহারদ্বিগুণ স্টোরেজ সুবিধা এবং ২৬০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার পাশাপাশি মনোমুগ্ধকর সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৫ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে থাকায় ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন অনবদ্য এক অভিজ্ঞতা। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড-কোর প্রসেসর। দ্রুতগতিতে মাল্টিটাস্কিংসহ অন্যান্য কাজ করতে এতে আছে এক গিগাবাইট র‌্যাম ও আট গিগাবাইট ইন্টারনাল মেমোরি বা রম। মাইক্রোসএসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে এতে। দীর্ঘ সময়ে চিন্তামুক্ত ব্যবহারের লক্ষে স্যামসাং জে২ কোর-এ ২৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন নন-রিমুভেবল ব্যাটারি যুক্ত করা হয়েছে। ফোনের গ্রিপ আরামদায়ক করতে জে২ কোর-এর ডিজাইন অত্যন্ত স্লিক বা পাতলা ঘরাণার করে তৈরি করা হয়েছে। তথ্য মতে চলতি মাসেই দেশের বাজারে ডিভাইসটি আনতে যাচ্ছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App