×

জাতীয়

বশেমুরবিপ্রবি’তে আন্ত:বিভাগ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন গণিত বিভাগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:৪৬ পিএম

বশেমুরবিপ্রবি’তে আন্ত:বিভাগ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন গণিত বিভাগ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এ গণিত বিদেশী শিক্ষার্থীদের দলকে (৩-০) গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার(৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল ৫ টায় উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এসময় তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ সহ খেলায় অংশগ্রহণকারী ৩২ দলের সকলকে অভিনন্দন জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড.এম.এ সাত্তার, আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুইয়া, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মজনুর রশিদ, জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মিনারুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। খেলায় বিদেশী শিক্ষার্থী আফসার টুর্ণামেন্ট সেরা এবং গণিত বিভাগের শিক্ষার্থী টিংকু ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। উক্ত ফাইনাল খেলাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপভোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App