×

পুরনো খবর

পূজাতে কিশোরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৯ পিএম

পূজাতে কিশোরী
সৈয়দ শামসুল হক কবিতায় লিখেছিলেন, ‘ সে কি বিস্ময়! কি যে বিস্ময়! কি করে ভুলি/ আকাশের নীল ঘন সাদা মেঘ, কবে কার গ্রাম্যপথ ডুলি’। বর্ষার অবিরাম বৃষ্টি আর আকাশের কালো মেঘ দেখে যখন আমাদের মন একরকম বিষন্নতায় ভরে ওঠে, তখন আমাদের মন খারাপগুলো দূরে সরিয়ে দিতে আসে শরৎকাল। বর্ষার বিদায়ে প্রকৃতি এ সময় মহাকবি কালিদাসের ভাষায়, ‘নববধূর’ সাজে সজ্জিত হয়ে উঠে। শরৎকালকে বলা হয় ঋতুর রাণী। কখনো ঝকঝকে নীল আকাশ আবার কখনো পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো সাদা মেঘ, এর সাথে দিগন্তছোঁয়া কাশফুলের মনমাতানো দৃশ্য, আবার হয়তো দোলনচাঁপা, বেলি, শিউলি, শাপলা ফুলের অবারিত সৌন্দর্য, শরৎকালকে ঋতুর রানী বলার কারণ আছে যথেষ্টই। তুলির শেষ আঁচড়ের মতো শরৎকালের শেষাশেষি উৎসবের রঙে রাঙাতে আসে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব আমাদের দেশে সার্বজনীন। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে উৎসবের রঙ ছুঁয়ে যায় সবাইকে। যেকোন উৎসবের প্রাণ থাকে কিশোর-কিশোরীরা। তারাই মাতিয়ে রাখে উৎসবের প্রাঙ্গন। শারদীয় দুর্গাপূজায় যেন কিশোর-কিশোরীর উন্মাদনা একটু বেশীই থাকে। তা থাকে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত। একেক দিন একেক রকম পোশাকে বিভিন্ন প্রতিমা দর্শনে যাওয়া, একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া সবমিলিয়ে পুরো পাঁচদিন চলে শারদীয় উৎসবের নানা আয়োজন। অন্যসব উৎসবের মতো, এই উৎসবেও কিশোরীরা বেছে নেয় বিভিন্ন উজ্জ্বল রঙের পোশাক। যেহেতু শারদীয় উৎসবটা আবর্তিত হয় দেবী দুর্গাকে ঘিরে সেহেতু কিশোরীদের জন্য উৎসবের রঙও অন্য সবার থেকে একটু আলাদা, একটু বেশিই হয়। পোশাকের প্যাটার্ন বা কাটে মনোযোগী এখনকার তরুণীরা। চাইলে লম্বা কাটের কামিজও পরতে পারেন। টাইটস কিংবা পালাজ্জো দিয়েও মানাবে ভালো। কিশোরীরা পাঞ্জাবি, লম্বা ধাঁচের কুর্তি, ঘের দেওয়া কামিজ ও স্কার্ট বেছে নিতে পারে। দিনের বেলা বাঁধা চুল, হালকা সাজ ও রঙের পোশাকে আরাম পাওয়া যাবে। গাঢ় রংগুলো তুলে রাখা যেতে পারে রাতের বেলার জমকালো সাজের জন্য। এদিকে, পুজো মানেই শাড়ি, পূজা মানেই ঐতিহ্যের সাজ! ষষ্ঠী, সপ্তমীতে একটু হালকা সাজ মানানসই। অষ্টমী ও নবমীর রাতের সাজটা জমকালো হয় সাধারণত। সামনের দিকের চুলগুলোকে পেঁচিয়ে পেছনে নিয়ে খোঁপা করে, কানে ও গলায় ভারি সোনার গয়না সাজে এনে দিতে পারে আভিজাত্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App