×

আন্তর্জাতিক

দ্বিতীয় সম্মেলনে সম্মত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ০৯:২৫ পিএম

দ্বিতীয় সম্মেলনে সম্মত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছে। সোমবার দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, এ সম্মেলন আয়োজনের বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্মত হন। সংস্থাটি জানায়, ‘যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যত দ্রুত সম্ভব দ্বিতীয় দফার এবং এ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে একটি চুক্তি করা হয়।’ ওই প্রতিবেদনে বলা হয়, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ‘ফলপ্রসু ও চমৎকার’ হয়েছে। কোরীয় যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিম বলেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর দেয়া যৌথ বিবৃতির বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে। কিম বিশ্বাস করেন যে- এ দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে। কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ ও এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা বিষয়ে কিমের সঙ্গে আলোচনার জন্য পম্পেও পিয়ংইয়ং এ ঝটিকা সফর করেন। যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক রবিবার সকালে টোকিও থেকে পিয়ংইয়ংয়ে আসেন এবং ওইদিন সন্ধ্যার দিকে তিনি সিউলে যান। সোমবার চীনের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য তার বেইজিংয়ে যাওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App