×

জাতীয়

জেলিযুক্ত চিংড়ি ও রং মেশানো মাছ ধ্বংস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ০৭:০৯ পিএম

চিংড়ির ওজন বাড়াতে জেলি। আর সাদা পোয়া মাছ লাল রং মেখে বিক্রি। এসব অপরাধে নগরীর বাজারগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নগরীর আগ্রাবাদ চৌমুহনী বাজার এবং পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে বলেন, গলদা চিংড়ির ওজন বাড়াতে সিরিঞ্জে জেলি ভরে তা ঢোকানো হয় চিংড়ি মাছের মাথায়। তারপর ক্রেতাদের ঠকিয়ে বিক্রি করা হয়। আগ্রাবাদ চৌমুহনী বাজারে জেলি ঢুকানো চিংড়ি বিক্রি করছিলেন এক মাছ বিক্রেতা। এ অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানা এবং জেলি ঢুকানো ১০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়। এদিকে পাহাড়তলী বাজারে সাদা পোয়া মাছে রং মেখে লাল পোয়া মাছ বিক্রি করছিলেন আরেক মাছ বিক্রেতা। তাকে ৩ হাজার টাকা জরিমানা এবং রং মেশানো ১৮ কেজি পোয়া মাছ ধ্বংস করা হয়। এই দুই দোকানদারকে সতর্ক করা হয়। তিনি বলেন, গলদা চিংড়ির ওজন বাড়াতে যে জেলি ঢোকানো হয়, তা মানবদেহে প্রবেশ করলে নানা রোগ-ব্যাধি দেখা দিতে পারে। এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরীর কাঁচাবাজারগুলোতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App