×

জাতীয়

ঋণের টাকা আত্মসাৎ বিএনপি নেতা আসলাম চৌধুরীর স্ত্রী কারাগারে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ০৮:১১ পিএম

ব্যাংক ঋণের ১৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ বিকেলে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ আকবর হোসেন মৃধা এই আদেশ দেন। দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, নগরীর সাউথ-ইস্ট ব্যাংকের হালিশহর শাখা থেকে ব্যাংক ঋণ নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে হালিশহর থানায় দুদক একটি দুর্নীতির মামলা করে। সেই মামলায় গত ২০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গতকাল ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিলা নাজনীন মাওলা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আসলাম চৌধুরীসহ আসামিরা ২০১০ ও ২০১২ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের হালিশহর শাখা থেকে এলসি খুলে এলটিআর ফ্যাসিলিটি ঋণ বাবদ ১৫২ কোটি ৮৪ লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে সুদসহ ঋণের অনাদায়ী ২৩৭ কোটি ৫২ লাখ টাকার মধ্যে ৮৮ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করা হয়। অবশিষ্ট ১৪৯ কোটি ২০ লাখ টাকা পরিশোধ না করে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেন আত্মসাৎ করেন আসামিরা। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. মোশারফ হোসেইন মৃধা বাদি হয়ে নগরীর হালিশহর থানায় সাউথইস্ট ব্যাংকের দুই কর্মকর্তা মাহবুবুল আলম ও মাহবুবুর রহমান সাব্বিরসহ ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় অন্য আসামিরা হলেন, চট্টগ্রামের রাইজিং অ্যাগ্রো ফার্মা ও রাইজিং স্টিল মিলস লিমিটেডের পরিচালক আসলাম চৌধুরী, চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও পরিচালক জসিম হোসেন চৌধুরী। আমজাদ ও জসিম আসলাম চৌধুরীর ভাই। তবে এ দুর্নীতির অভিযোগ থেকে সাউথইস্ট ব্যাংকের দুই কর্মকর্তা মাহবুবুল আলম ও মাহবুবুর রহমান সাব্বিরকে বাদ দিয়ে এজহারে থাকা চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পর প্রথম শুনানির দিন ছিল আজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App