×

বিনোদন

হলিউডের নতুন জুটি উইল স্মিথ-ঐশ্বরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৫০ পিএম

হলিউডের নতুন জুটি উইল স্মিথ-ঐশ্বরিয়া

হলিউড অভিনেতা উইল স্মিথ। অনেক আগে থেকেই ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার পরিচয়। এ অভিনেতা জানিয়েছেন, সাবেক এই মিস ওয়ার্ল্ডের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চান তিনি।

উইল স্মিথ বলেন, ‘বলিউড সিনেমায় নাচের দৃশ্যে অভিনয় করার ইচ্ছে আমার রয়েছে। ১৫ বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে আমার পরিচয় হয়। তার সঙ্গে কিছু একটা করার বিষয়ে আলাপচারিতা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। সম্ভবত আমি তার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করব।’

গতকাল শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০১৮’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উইল স্মিথ। সেখানে অভিনেতা ফারহান আখতারের সঙ্গে কথোপকথনের সময় এ কথা বলেন এই মার্কিন অভিনেতা।

উইল স্মিথ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-আলী, দ্য পারসুইট অব হ্যাপিনেস, মেন ইন ব্ল্যাক, ইন্ডিপেনডেন্ট ডে, আই অ্যাম লিজেন্ড, সুইসাইড স্কোয়াড ইত্যাদি। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত আলী সিনেমাটি তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে মনে করেন স্মিথ। এ অভিনেতা বলেন, ‘মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় আমার অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। এটি আমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে।’

আলী সিনেমাটি দেখার পর মোহাম্মদ আলীর প্রতিক্রিয়ার কথা স্মরণ করে এ অভিনেতা বলেন, ‘মোহাম্মদ আলী যখন প্রথমবার আলী সিনেমাটি দেখছিলেন আমি ঠিক তার পেছেনেই বসে ছিলাম। এক ঘণ্টা তিনি কোনো নড়াচড়া করেননি। আমার মনে হচ্ছিল তিনি সিনেমাটি পছন্দ করছেন না। একটি দৃশ্যে আমাকে খুব চিৎকার করতে দেখা যায়, তখন তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেছিলেন, ‘আমি কী এরকম পাগলামি করেছিলাম?’ এরপর তিনি আমার দিকে তাকিয়ে বলেন, ‘তুমি অনেক ভালো কাজ করেছ।”

অভিনয় ক্যারিয়ার শুরুর আগে হিপ হপ গান করতেন উইল। তিনি জানান, অভিনয় নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না। স্মিথ বলেন, ‘গায়ক থেকে অভিনয়শিল্পীতে পরিণত হওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না। ইন্টার্নাল রেভেন্যু সার্ভিস আমার সকল জিনিসপত্র নিয়ে নেয় এবং আমি লস অ্যাঞ্জেলেসে যায়। ফিলাডেলফিয়ায় সবকিছু ছেড়ে আসি। আমি খুব হতাশ ছিলাম এবং আমার পরের অ্যালবামও ব্যর্থ হয়। মিলিয়ন ডলারের মালিক থেকে আমি নিঃস্ব হয়ে যাই।’

এ অভিনেতা জানান, তার ছেলেবেলা খুবই খারাপ অবস্থায় কেটেছে। তিনি চান না তার ছেলে জীবনে এমন পরিস্থিতিতে পড়ুক। তিনি বলেন, ‘আমি যা চাইতাম আমার ছেলেবেলা ততটা ভালো ছিল না। আমি অনেক সংঘর্ষ দেখে বড় হয়েছি। আমার সন্তানের ক্ষেত্রে আমি এর ব্যতিক্রম চাই। আমি ও আমার স্ত্রী যে পরিবার গড়েছি তা ৪০ বছরের স্বপ্ন। আমি সবসময় চেয়েছি, বিয়ে করব এবং আমার একটি সুখী পরিবার থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App