×

আন্তর্জাতিক

সেই কাভানাই নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ০৭:২৩ পিএম

সেই কাভানাই নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টে

সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ, বিক্ষোভ, বিতর্ক ও তদন্তের পরও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-মনোনীত ব্রেট কাভানাকে নিয়োগ দিলো মার্কিন সুপ্রিম কোর্ট।

গতকাল শনিবার সিনেটের মাত্র দুই ভোটের ব্যবধানে তার নিয়োগ নিশ্চিত হয়। এ ছাড়া আজ রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ৫১-৪৯ আসনে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। এতে ৫০-৪৮ ভোটে জিতেছেন কাভানা।

এর মধ্য দিয়ে ৫৩ বছর বয়সী ব্রেট কাভানা সারা জীবনের জন্য সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়ে গেলেন। কাভানার মনোনয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শত শত মানুষ বিক্ষোভ করেন।

এর আগে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেক নারীরা তার বিরুদ্ধে মাতাল অবস্থায় পার্টিতে তাদের যৌন হয়রানি, এমন কি গণধর্ষণের মত গুরতর অভিযোগ করেন।

তবে সব কয়টি অভিযোগই অস্বীকার করেছেন কাভানা। তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক কারণে তার সুনাম নষ্ট করার জন্য ডেমোক্র্যাটরা এই ষড়যন্ত্র করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App