×

তথ্যপ্রযুক্তি

শীর্ষে অ্যাপল

Icon

কাগজ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ০৩:৪৩ পিএম

শীর্ষে অ্যাপল
প্রযুক্তি জায়ান্টগুলোর আধিপত্য বিস্তার নিয়ে ব্র্যান্ডখাতের পরামর্শক ইন্টারব্র্যান্ড বিশ্বের শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকা তৈরি করেছে। ‘বেস্ট ১০০ গ্লোবাল ব্র্যান্ডস ২০১৮’ শিরোনামের এ তালিকার শীর্ষ ১০ ব্র্যান্ডের আটটিই প্রযুক্তি প্রতিষ্ঠান। চলতি বছরে গুগলকে হটিয়ে ফের এই তালিকায় শীর্ষ ব্র্যান্ডের জায়গা দখল করেছে অ্যাপল। বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনের তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছে মার্কিন জায়ান্ট গুগল। ৫৬ শতাংশ প্রবৃদ্ধি করে অ্যামাজন জায়গা করে নিয়েছে তৃতীয়তে। বেশ কিছুদিন থেকেই বড় ধরনের তথ্য কেলেঙ্কারিতে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। ব্র্যান্ডটি তাই নিজেদের ধরে রাখতে পারেনি খুব শক্তপোক্তভাবে। তালিকায় তাই ফেসবুকের স্থান এখন নবম। অ্যাপল চলতি বছর প্রথম প্রতিষ্ঠান হিসেবে এক ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে। আর গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি প্রবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্য পৌঁছেছে ২১ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলারে। উল্লেখ্য, শুক্রবার ছিল অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সপ্তম মৃত্যুবার্ষিকী। তার ঠিক একদিন আগেই আসলো এই সুখবরটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App