×

খেলা

‘একবার শুনেছিলাম আমি নাকি প্রেগন্যান্ট’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১০:০৭ পিএম

‘একবার শুনেছিলাম আমি নাকি প্রেগন্যান্ট’

রুশ সুন্দরী ও টেনিস তারকা মারিয়া শারাপোভার দুনিয়া জুড়ে ভক্তের অভাব নেই। শুধু টেনিসের সবুজ কোর্ট মাতিয়ে রাখেন না, গ্ল্যামার জগতেও রয়েছে তার সফল পদচারণা। বিশ্বব্যাপী খ্যাতির কারণে পোহাতে হয়েছে অনেক বিড়ম্বনাও।

৩১ বছর বয়সী শারাপোভা সেই খ্যাতির বিড়ম্বনার গল্প শোনালেন এক টেলিভিশন শো'তে। নিজের সম্পর্কে সবচেয়ে বড় গুজব কী শুনেছেন? প্রশ্নের জবাবে মারিয়া শারাপোভা বলেন, ‘একবার শুনেছিলাম, আমি নাকি প্রেগন্যান্ট। একজন তো সরাসরি আমায় প্রশ্ন করে বসেন, তুমি কি প্রেগন্যান্ট? ভাবুন! এমন ঘটনার স্বাক্ষী বহুবার থেকেছি।’

কখনো ভক্তদের পাগলামির কবলে পড়েছিলেন কি না-এমন প্রশ্নের জবাবে রুশ সুন্দরী বলেন, ‘আমার সমর্থকরা যথেষ্ট ভদ্র-সভ্য। তেমন পাগলামো কখনও করতে দেখিনি। কেউ কেউ আমার নাম বা অটোগ্রাফ ট্যাটু করিয়ে আমায় দেখিয়েছেন। কেউ ছবিও ট্যাটু করিয়েছেন। কিন্তু ওই পর্যন্তই। সমর্থকদের সম্পর্কে যদি বলতে হয় তো বলব, ওরা খুব স্বতঃস্ফূর্ত এবং একনিষ্ঠ ভক্ত।’

প্রসঙ্গত, রাশিয়ার নইয়াগান শহরে জন্ম নেওয়া শারাপোভা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থায়ীভাবে বাস করছেন ১৯৯৪ সাল থেকে। ফ্লোরিডার একটি টেনিস অ্যাকাডেমি থেকেই তার হাতেখড়ি হয় টেনিসের। টেনিস ক্যারিয়ারে তিনি উইম্বলডন জিতেছেন একবার, ২০০৪ সালে। সেবার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে তিনি এ ট্রফি ঘরে তুলেন। ২০১২ ও ২০১৪ সালে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App