×

পুরনো খবর

সুবিধাজনক অবস্থানে আ.লীগ, কোন্দলে অগোছালো বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ১১:৩০ এএম

সুবিধাজনক অবস্থানে আ.লীগ, কোন্দলে অগোছালো বিএনপি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং, নির্বাচনী মাঠে ব্যাপক শোডাউন, গণসংযোগ, মতবিনিময়, সভা-সমাবেশ সব কিছুই করছেন তারা। তাদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। তবে এ আসনে ব্যাপক উন্নয়নের কারণে সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। অপরদিকে নেতৃত্বের কোন্দলে অগোছালো অবস্থা বিএনপির। জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা এই ৩টি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসন। আসনটি দীর্ঘদিন ধরে ছিল বিএনপির দখলে। কিন্তু ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আসনটি চলে আসে আওয়ামী লীগের ঘরে। ২০১৩ সালের দশম সংসদ নির্বাচনে আবারো বিপুল ভোটের ব্যবধানে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস। আগামী নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, কেন্দ্রীয় যুবলীগের সহসাধারণ সম্পাদক সৈকত জোয়ার্দার, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মু. আশরাফুল ইসলাম (চুন্নু), শ্যামরায় স্টেটের এশিয়া মহাদেশের একমাত্র বাঙালি মহন্ত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুস সামাদ। বর্তমানে এ আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা তিন গ্রুপে বিভক্ত। বড় একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ সদস্য মুহম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ জিয়াউর রহমান। এর বাইরে নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের একটা গ্রুপ নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। বর্তমানে এই আট মনোনয়ন প্রত্যাশীই নিয়মিত উঠান বৈঠক ও জনসংযোগ করে নৌকার প্রচারণায় আওয়ামী লীগকে বেশ এগিয়ে রেখেছেন। পরপর দুবার বিএনপি ক্ষমতায় যেতে না পারায় বর্তমানে পাল্টে গেছে এ আসনের হিসাব-নিকাশ। বর্তমান সরকারের সহায়তায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. গোলাম মোস্তফা বিশ্বাস যোগাযোগ, বিদ্যুৎ ও রেল ক্ষেত্রে বেশ উন্নয়ন করেছেন। আধুনিক মানসম্মত যোগাযোগ ব্যবস্থা, এ অঞ্চলের ৪০ বছরের পুরনো ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের নতুন সংস্করণ এবং দুটি নতুন ট্রেনের সংযোজন এই অঞ্চলের প্রধান দৃশ্যমান উন্নয়ন, যা এ অঞ্চলের মানুষের কাছে ছিল শুধুই স্বপ্ন। ফলে আওয়ামী লীগ রয়েছে সুবিধাজনক অবস্থানে। অপরদিকে এ আসনে নেতৃত্বের কোন্দলে এখনো অগোছালো বিএনপি। চলতি বছরের মে মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম আসনটির তিন উপজেলায় এক পক্ষকে বাদ দিয়ে নিজের পছন্দমতো উপজেলা কমিটি গঠন করেন। যে কারণে এ আসনটিতে বিএনপি রয়েছে সাংগঠনিক সংকটে, দলে বিরাজ করছে ব্যাপক অন্তর্কলহ। আর নির্বাচনে মনোনয়ন নিয়ে এ সংকট আরো বাড়বে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। এবার এ আসনে বিএনপির মনোনয়ন চাইছেন তিনজন। তারা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাইরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহমেদ। এখানে বিএনপি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম, আরেক পক্ষের নেতৃত্বে রয়েছেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাইরুল ইসলাম। অন্যদিকে এ আসনে জামায়াতের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদও সম্ভাব্য প্রার্থী হিসেবে তৎপরতা চালাচ্ছেন। এর বাইরে অন্য কোনো দলের তৎপরতা নেই বললেই চলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App