×

জাতীয়

বরিশালে তৃণমূলের অনুরোধে প্রার্থী হবেন রিপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৩:২০ পিএম

বরিশালে তৃণমূলের অনুরোধে প্রার্থী হবেন রিপন
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন। কাগাশুরা পড়েছে এই ইউনিয়নে। যুগের পর যুগ ধর্মীয় আবহের কারণে চরবাড়িয়ার নারীরা ঘরকুনো। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বের হন না। সেই ঘরকুনো নারীরা আজ রাজনীতির মাঠে। নিজেদের অধিকারের কথা বলছেন। বাল্যবিয়ে রোধে কাজ করছেন। নিজেরা স্বাবলম্বী হচ্ছেন। প্রকাশ্যে হাজার হাজার নারীর উপস্থিতিতে সভা করছেন, বক্তব্য রাখছেন। নৌকার পক্ষে ভোটও চাইছেন। নারী জাগরণের এই অগ্রপথিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসআর সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোক্তা সালাহউদ্দিন রিপন। ইউনিয়নের কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নারী জাগরণের সেই চিত্রেরই দেখা মিলল। বিদ্যালয়ের সামনে বিশাল মাঠ। তার পাশেই অস্থায়ী মঞ্চ। একে ঘিরে বিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। অংশগ্রহণকারী আর দর্শক সবাই বিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু গতকাল শুক্রবার বিকেলে চিরচেনা সেই দৃশ্য খুঁজে পাওয়া গেল না। মঞ্চের সম্মুখভাগে শুধু নারী আর নারী। তাদেরই একজন রেহেনা বেগম (২৯)। স্কুলের দেয়াল ঘেঁষেই তার বাড়ি। বললেন, বিয়ের দেড় যুগ পর স্কুল মাঠে এসেছেন। এর আগে স্কুলের অনুষ্ঠান হয়েছে। কিন্তু সেখানে অংশ নেয়া পারিবারিকভাবেই আমাদের নিষেধ ছিল। এসআর সমাজ কল্যাণ সংস্থা আমাকে পশু পালনের জন্য কিছু আর্থিক সহযোগিতা করেছিল। আমার ছেলের পরীক্ষার ফি দিয়েছে। শাশুড়ির চোখের চিকিৎসা করিয়েছে। তাই সংস্থার উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে অংশ নিয়েছি। কোহিনুর বেগম যখন বক্তব্য রাখছিলেন শুনে মনেই হয়নি মঞ্চে প্রথম উঠেছেন। তিনি বলেন, এসআর সংস্থা আমাদের নারীদের স্বাবলম্বী হতে শিখিয়েছে। আর্থিক সহযোগিতা করছে। বাড়ির জন্য ঢেউটিন দিয়েছে। চোখের চিকিৎসা করাচ্ছে। সালাহউদ্দিন রিপন আমাদের মাঝে এসেছেন। আমরা চাইছি তিনি দলীয় মনোনয়ন পান। আমরা নৌকার পক্ষে তার হয়ে ভোট চাইব। এক এক করে পাঁচজন নারী মঞ্চে এসে বক্তব্য দিলেন। তাদের বক্তব্য মঞ্চের সামনে থাকা প্রায় ১০ হাজার নারী শুনছিলেন। এসআর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোক্তা সালাহউদ্দিন রিপন বলেন, প্রায় এক বছরে সদর উপজেলার ১০টি ইউনিয়নে সংস্থার মাধ্যমে এক লাখ পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। উপকারভোগীদের ৯০ শতাংশই নারী। নারীরা সমাজে অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে নারীদের উন্নয়নের আমি কাজ করছি। দুস্থ নারীরা চাচ্ছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হই। তাদের এই চাওয়ার প্রতি সমর্থন জানাতেই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App