×

আন্তর্জাতিক

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ১০ দিনের রিমান্ডে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:৪০ পিএম

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ১০ দিনের রিমান্ডে
পাকিস্তানের বিরোধী দলীয় নেতা মুসলিম লীগ (এন) এর প্রধান শেহবাজ শরিফকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে শুক্রবার লাহোরে তাকে গ্রেপ্তার করা হয়। শাহবাজ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। দুর্নীতির মামলায় নওয়াজের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালত। একই সঙ্গে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও জামাতা সফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। হাইকোর্টের আদেশে তারা আপাতত জামিনে আছেন। আহসানিয়া হাউজিং দুর্নীতির মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা শুক্রবার শেহবাজকে গ্রেপ্তার করেন। শরিফ প্রধানমন্ত্রী থাকাকালে আহসানিয়া হাউজিং প্রকল্পে দুর্নীতির আশ্রয় নিয়ে আরেকটি প্রতিষ্ঠানকে এর ঠিকাদারি দিয়েছিলেন বলে অভিযোগে উঠেছে শেহবাজের বিরুদ্ধে। শনিবার আদালতে নেওয়ার পর রাষ্ট্রপক্ষে শেহবাজের রিমান্ড চাওয়া হয়। শুনানিতে আদালত বলেছে, শীর্ষ কর্মকর্তাদের বড় মাপের দুর্নীতি হওয়ায় অভিযুক্তকে তদন্ত সংশ্লিষ্ট করায় এখনো অনেক তথ্য পাওয়া যেতে পারে। তাই রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। শেহবাজের আইনজীবী আজম নাজির জানিয়েছেন, আদালত শেহবাজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App