×

তথ্যপ্রযুক্তি

নকিয়া আনলো ৭.১ ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৪৪ পিএম

নকিয়া আনলো ৭.১ ফোন
ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল তাদের ৭.১ স্মার্টফোনটি উন্মোচন করেছে।প্রতিষ্ঠানটি বলছে, এটাই তাদের প্রথম ডিভাইস যেটাতে ‘পিওরডিসপ্লে’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান হয়েছে।ইউরোপের দেশগুলোতে অবশ্য ফোনটির দাম ভিন্ন হবে। এটা নির্ভর করবে কোথায় বসবাস করা হচ্ছে তার ওপর। সেখানে দাম ২৯৯ ইউরো থেকে ৩৪৯ ইউরোর মধ্যে হবে বলে জানিয়েছে এইচএডি গ্লোবাল।তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কবে নাগাদ ডিভাইসটি পাওয়া যাবে সে সম্পর্কে কিছু বলেনি এইচএমডি গ্লোবাল।নকিয়া ৭.১ ফোনটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ আপডেট ওয়ানে। এর মানে এটি নিয়মিত সিকিউরিটি আপডেট পাবে। এইচএমডি গ্লোবালের প্রধান পণ্য কর্মকর্তা জুহো সার্ভিকাস এক বিবৃতিতে বলেন, বিশ্বের দুই তৃতীয়াংশ ভিডিও দেখা হয় মোবাইল ফোনে। পিওরডিসপ্লে প্রযুক্তি স্মার্টফোনে প্রিমিয়াম ভিডিও দেখার সুবিধা দেবে।নকিয়া ৭.১ ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। তিন জিবি র‍্যাম ৩২ জিবি রম, চার জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের সংস্করণে পাওয়া যাবে ফোনটি।ডিভাইসটির পিছনে ১২ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সঙ্গে ফেইস ডিটেকশন, অটো ফোকাস থাকছে। যা কম এবং বেশি আলো বুঝে ছবি তুলতে পারবে। ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিংসহ রয়েছে ফাস্ট চার্জিং যা মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করবে। দীর্ঘ ব্যাকাপ দিতে ফোনটিতে ৩০৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে বলে জানায় এইচএমডি গ্লোবাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App