×

বিনোদন

‘জন্মভূমি’ দেশহীন মানুষের গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৫০ পিএম

‘জন্মভূমি’ দেশহীন মানুষের গল্প
এক নারীর জন্মভূমিতে ফিরে যাওয়ার আকুতি। সে তার অনাগত সন্তানকে নিজভূমিতে জন্ম দিতে চায়। এমন গল্প নিয়েই এবার প্রসূন রহমান নির্মাণ করলেন নতুন চলচ্চিত্র ‘জন্মভূমি’। চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। নির্মাতা জানান, মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকান্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভ‚মি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে। এদের মধ্যে প্রায় ৬৫ হাজার নারী গর্ভবতী ছিল এবং অনেকে মায়ানমার আর্মি দ্বারা ধর্ষিত হয়। বাংলাদেশ সরকার তাদের আশ্রয়ের জন্য কুতুপালংয়ে শরণার্থী শিবির তৈরি করে দেন। তাদের এখন একটাই স্বপ্ন, নিজেদের জন্মভূমি ফিরে যাওয়া। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জন্মভূমি (দ্য বার্থ ল্যান্ড)’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের (আরটিভি) ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। নির্মাতা প্রসূন রহমান বলেন, রোহিঙ্গা শরণার্থীরা মানবেতর জীবনযাপন করছেন। ১১ লাখেরও বেশি রোহিঙ্গা যখন বাংলাদেশে আশ্রয় নেয় তখন তাদের মাঝে ৬৫ হাজার গর্ভবতী ছিল। এ বিষয়টি নিয়েই নির্মাণ করেছি। এক মা সে তার সন্তানকে এই রোহিঙ্গা ক্যাম্পে জন্ম দিতে চায় না। সে নিজভ‚মিতে ফিরে যেতে চায়। আমরা এটাই দেখানোর চেষ্টা করেছি। পৃথিবীর সব মানুষ তার ভ‚মির অধিকার ফিরে পাক। নিজ ভ‚মিতে নিরাপদে বসবাস করুক। এই ম্যাসেজটাই দিতে চেয়েছি। ‘জন্মভ‚মি’ সিনেমাটি মূলত দেশহীন মানুষের গল্প। প্রসূন রহমান এর আগে ‘সুতপার ঠিকানা’ নামের একটি সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া বেশকিছু প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র নির্মাণ করেছেন। এই নির্মাতা বলেন, এই ছবিটির মাধ্যমে বিশ্ববাসীকে এই বার্তাটুকু দিতে চাই, প্রতিটা মানুষেরই অধিকার আছে নিজ ভ‚মিতে শান্তিতে বসবাস করার। রাজনৈতিক প্রতিহিংসা কারও জীবনকে বিপন্ন করা উচিত না। ছবিটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, হতভাগ্য রোহিঙ্গা নারীদের জীবনে রয়েছে আলাদা আলাদা হৃদয়বিদারক গল্প। ‘জন্মভূমি’ চলচ্চিত্রটিতে উঠে এসেছে তেমনি এক নারীর কথা। যে অন্তঃসত্ত্বা। কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ, সে তার সন্তানকে জন্ম দিতে চায় তার নিজ ভূখন্ডে, তার নিজের দেশে। আমরা মনে করি, আন্তর্জাতিকভাবে এই চলচ্চিত্রটি প্রদর্শিত হলে, সংবেদনশীল বিশ্ব জনমতকে প্রভাবিত করা যাবে। ‘জন্মভ‚মি’ সিনেমার প্রিমিয়ারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জন্মভ‚মি থেকে কেউ যদি বিতাড়িত হয়, এর চাইতে বেদনাদায়ক, দুঃখজনক ঘটনা আর কী হতে পারে? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এক কোটির মতো লোক ভারতে আশ্রয় নিয়েছিল। আমরা সেই বেদনা বুঝি। তাই নিজ ভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন আমরা চাই মিয়ানমার সরকার এই রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাক, তাদের নাগরিকত্ব দিক, ভ‚মির অধিকার দিক। ‘জন্মভ‚মি’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App