×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৬:৩০ পিএম

গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত
গাজায় শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্তে দখলদারিত্বের প্রতিবাদে কয়েক শতাধিক ফিলিস্তিনি বিক্ষোভ করে। এসময় তারা ইসরায়েলের সেনাদের দিকে পাথর ছুড়ে মারে। এর জবাবে সেনারা ফিলিস্তিনি প্রতিবাদীদের দিকে কাঁদানে গ্যাস ও তাজা বুলেট নিক্ষেপ করে। ফিলিস্তিনিদের ছোড়া পাথরের আঘাতে অবশ্য কোনো ইসরায়েলি সেনা আহত হয়নি। ইসরায়েলি সেনাদের দাবি, ফিলিস্তিনিরা তাদের দিকে পাথর ও গ্রেনেড ছুড়ে মারছিল। আত্মরক্ষার জন্যই তারা গুলি ছুড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে ১২৬ বিক্ষোভকারী। ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে ইসরায়েল। নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে প্রতি বছর ১৫ মে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এবছর জন্মভূমি থেকে উচ্ছেদের ৭০ বছর পূর্তিতে ৩০ মার্চ থেকে প্রতি শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের গুলিতে এ পর্যন্ত প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App