×

তথ্যপ্রযুক্তি

ফের সচল ইন্সটাগ্রাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:২৫ পিএম

ফের সচল ইন্সটাগ্রাম
ডাউন হওয়ার ঘণ্টাখানেক পর ফের সচল হয়েছে ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সার্ভিস ইন্সটাগ্রাম। তবে এই সময় ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বুধবার সকালে ইন্সটাগ্রাম ডাউন হয়। এ সময় হাজারের বেশি ব্যবহারকারী সাইটটিতে ঢুকতে ব্যর্থ হন। একই সময় লন্ডন, সানফ্রান্সিসকো, সিঙ্গাপুরের ব্যবহারকারীরা ইন্সটাগ্রাম সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ডাউনকালে ডেস্কটপ থেকে লগ-ইনের চেষ্টা করা হলে একটি সাদা পেজ প্রদর্শিত হয়। এতে লেখা ভেসে ওঠে-ফাইভ এক্সএক্স সার্ভার এরর। অপরদিকে, মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা লগ-ইন করতে গেলে তাদেরকে বলা হয়, তারা ফিড রিফ্রেশ করতে পারবেন না। ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিট, নিউইয়র্কে ভোররাত ৩টা ১৬ মিনিট ও সিডনির স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে এ সমস্যা শুরু হয়। পাশাপাশি ক্যালিফোর্নিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও রোমানিয়ায় এ সমস্যা দেখা দেয়। তবে সকাল নয়টার দিকে ইন্সটাগ্রাম আবার সচল হয়। টুইটারে একজন লিখেছেন, ‘ইন্সটাগ্রাম আবার ফিরে এসেছে। আপনারা প্রত্যেকে আবার জীবন শুরু করুন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App