×

জাতীয়

নগরীর সৌন্দর্য বর্ধনে চসিকের ব্যাপক উদ্যোগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮, ০৮:১৩ পিএম

সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও স্পন্সর প্রতিষ্ঠান আরশিনগরের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৭৩ লাখ টাকা। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এবং আরশিনগরের স্বত্ত্বাধিকারী আবদুল রকিব চুক্তিতে স্বাক্ষর করেন। এ প্রকল্পের আওতায় কোতোয়ালি মোড় থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত মিড আইল্যান্ড, উভয় পাশের ফুটপাত, গোলচত্বর, পর্যটন সেবা স্টল, যাত্রী ছাউনী, এটিএম বুথ ও কুলিং কর্নার স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় কোতোয়ালি থানার পাশে, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড অফিসসংলগ্ন সড়ক এলাকা, ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাটসংলগ্ন সড়ক এলাকা, পুরাতন ফিশারি ঘাট সম্মুখের সড়ক এলাকার উভয় পাশে, মেরিনার্স রোড মোড়ের দক্ষিণ-পূর্ব পাশে, নতুন ব্রিজ মোড় এলাকার পূর্ব পাশে মোট ৭টি যাত্রী ছাউনী, ২টি ডিজিটাল স্ক্রিন, পুরুষ ও নারীদের জন্য আধুনিক গণশৌচাগার, পুরো সড়ক এলকায় আলোকায়ন, কোতোয়ালি মোড়ে শাহসুন্দর আলী-শাহজালাল মাজার চত্বরের আধুনিকায়ন, নতুন ব্রিজ চত্বরে ম্যুরাল ও ফোয়ারা স্থাপনসহ ২০০ বর্গফুট আয়তনের একটি পর্যটন স্টল নির্মাণ করা হবে। সৌন্দর্যবর্ধন কাজের অংশ হিসেবে ৫০ লাখ টাকা ব্যয়ে চসিক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে শিল্পী শ্রীকান্ত আচার্য্য কর্তৃক নৌকার উপর জাতির পিতার দৃষ্টিনন্দন ম্যুরাল তৈরি করা হয়েছে। এদিকে জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সাড়ে ৮ হাজার জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ন্যাশনাল আরবান পোভার্টি রিডাকশন প্রোগ্রামের আওতায় এ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্পে তহবিলের পরিমাণ ৬ কোটি ৯৩ হাজার টাকা। এ বিষয়ে গতকাল চসিক সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। কর্মসূচির আওতায় ৩ হাজার ৫০০ জনকে শিক্ষা অনুদান প্রদান, ২ হাজার ৩০০ জনকে শিক্ষানবিশ অনুদান এবং ২ হাজার ৭০০ জনকে ব্যবসায়িক অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। ২ হাজার ৩০০ জনের শিক্ষানবিশ অনুদান থেকে অল্প শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ গ্রহণের জন্য জনপ্রতি ৭ হাজার টাকা এবং নতুন ও পুরনো ব্যবসায়ী বিশেষ করে নারীদের এককালীন ৯ হাজার টাকা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App