×

আন্তর্জাতিক

ভারতে বিক্ষুব্ধ কৃষক ঠেকাতে জলকামান-কাঁদানে গ্যাস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ০৭:২৫ পিএম

ভারতে বিক্ষুব্ধ কৃষক ঠেকাতে জলকামান-কাঁদানে গ্যাস
দিল্লিতে ঢুকতে গিয়ে চরম বাধার সম্মুখীন হয়েছে ভারতীয় কিষান ইউনিয়নের মিছিল। কাঁদানে গ্যাস আর জলকামানের মাধ্যমে উত্তর প্রদেশের হরিদ্বার থেকে মিছিল করে আসা হাজার হাজার বিক্ষুব্ধ কৃষককে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তেই আটকে দিল দিল্লি পুলিশ। ঋণ মওকুফ, বিদ্যুৎ বিল কমানো এবং জ্বালানি তেলের দাম কমানোর বিরুদ্ধে আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ মিছিলের। যার নাম কিষান ক্রান্তি পদযাত্রা। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, কৃষকদের অবশ্যই রাজধানীতে ঢুকতে দেওয়া উচিত। কেন ঢুকতে দেওয়া হবে না তাদের? এটা একদম অনুচিত কাজ হচ্ছে। আমাদের সরকার সবসময়ই কৃষকদের সঙ্গে রয়েছে। ভারতীয় কিষান ইউনিয়নের আন্দোলনকারীরা আজ হরিদ্বার থেকে পায়ে হেঁটে মার্চ করে দেশের রাজধানীতে পৌঁছাবে বলে আগে থেকেই ঠিক ছিল। তা নিয়ে চিন্তিত দিল্লি পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সোমবারই পূর্ব দিল্লিতে এক সপ্তাহব্যাপী নিষেধাজ্ঞা জারি করে। একশ ৪৪ ধারা জারি করে পূর্ব দিল্লির সহ কমিশনার পঙ্কজ সিং জানান, আগামী ৮ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যে যে স্থানগুলোতে একশ ৪৪ ধারা জারি করা হয়েছে তাদের মধ্যে রয়েছে- প্রীত বিহার, জগৎপুরী, শকরপুর, মধু বিহার, গাজিপুর, ময়ূর বিহার, মান্ডাওলি, পান্ডব নগর, কল্যাণপুরী এবং নিউ অশোকনগর থানার অংশবিশেষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App