×

জাতীয়

দেশে আইনের শাসন নেই: নোমান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১০:০৫ পিএম

দেশে আইনের শাসন নেই: নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে এখন আইনের শাসন নেই। আইনের শাসন থাকলে খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। রাত যত গভীর হোক, সকাল কিন্তু হবেই। মঙ্গলবার (০২ অক্টোবর) চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফোরামের চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ সিরাজুল ইসলাম স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। নোমান বলেন, সরকার সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, বিএনপির হারানোর কিছু নেই। মিথ্যা মামলা, হামলা ও জেল-জুলুমকে বিএনপি নেতাকর্মীরা ভয় পায় না। বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী, এসইউএম নুরুল ইসলাম, নগর বিএনপির সহ-সভাপতি আইনজীবী আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার সারোয়ার, এএসএম বদরুল আনোয়ার, আব্দুল মালিক, এনামুল হক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App