×

জাতীয়

ঘুষ নেওয়ার অভিযোগে দুদক কনস্টেবল বরখাস্ত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ০৭:৪১ পিএম

ঘুষ নেওয়ার অভিযোগে দুদক কনস্টেবল বরখাস্ত

দুদক

কর্মকর্তা পরিচয় দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নিজেদের এক কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিরাপত্তা শাখার কনস্টেবল মো. আসাদুজ্জামানকে মঙ্গলবার কমিশন বরখাস্ত করেছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন। কনস্টেবল আসাদুজ্জামান যে প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছেন, সেটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা রয়েছে। ওই মামলার কথা বলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখিয়ে আসাদুজ্জামান তাদের কাছ থেকে তিন দফায় ১০ লাখের বেশি টাকা নিয়েছেন বলে অভিযোগ। তাৎক্ষণিক তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। কনস্টেবলের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীও। তিনি বলেন, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়োন্দা নজরদারি চলছে। অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক দৃঢ় প্রতিজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App