×

আন্তর্জাতিক

রাশিয়ার কাছ থেকে অস্ত্র ব্যবসা কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪৫ পিএম

রাশিয়ার কাছ থেকে অস্ত্র ব্যবসা কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন সরকার বেছে বেছে রাশিয়ার অস্ত্র ক্রেতাদের পাশাপাশি রুশ সামরিক বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অস্ত্রের বাজার থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার অশুভ লক্ষ্যে ওয়াশিংটন এই অনৈতিক খেলা খেলছে। পেসকভ শুক্রবার মস্কোয় বলেন, একটি অসুস্থ ও নীতিহীন প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজার থেকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিয়ে চায় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার চীনের একটি সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম কেনার পর ওই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া সম্প্রতি মার্কিন প্রশাসন রাশিয়ার ৩৩ জন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগে গত এপ্রিলে রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App