×

জাতীয়

এমপি রুহুলের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ০৮:৫০ পিএম

এমপি রুহুলের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক
কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য (জেপি মঞ্জু) রুহুল আমিনের বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে ১০ কোটি টাকা চাঁদা আদায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারি নিয়োগ দিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রংপুর দুদক কার্যালয়ের উপপরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে অনুসন্ধান শুরু হয়েছে। রংপুর দুদক অফিস জানায়, রুহুল আমিনের বিরুদ্ধে বিদ্যুৎ ও শিক্ষা খাতে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। টিআর, কাবিখার চালে টন প্রতি ৫ হাজার টাকা এবং নগদ প্রকল্পে প্রতি লাখে ২০ হাজার টাকা করে নিতেন সংশ্লিষ্ট লোকদের নিকট হতে-এমন অভিযোগও রয়েছে। রংপুর দুদকের উপসহকারী পরিচালক প্রবীর কুমার দাস বলেন, উপপরিচালকের নেতৃত্বে এমপি রুহুল আমিনের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা অনুযায়ী মামলা করা হবে। এ বিষয়ে এমপি রুহুল আমিন বলেন, ‘‘আমি দুনীতিবাজ নেতা নই। যারা অনুসন্ধান করছেন, তারা ভালো বলতে পাববেন আমার দুর্নীতির বিষয়ে। এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App