×

বিনোদন

শিল্পকলায় সৈয়দ হক স্মরণে ‘হ্যামলেট’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ পিএম

শিল্পকলায় সৈয়দ হক স্মরণে ‘হ্যামলেট’
সৈয়দ শামসুল হকের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হলো তারই অনূদিত নাটক ‘হ্যামলেট’। এর নির্দেশনা দিয়েছেন মঞ্চ সারথী আতাউর রহমান, প্রযোজনা উপদেষ্টা লিয়াকত আলী লাকী এবং আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান। উইলিয়াম শেকসপিয়ার রচিত ‘হ্যামলেট’ বিশ্ববাসীর অতিপরিচিত এবং অতি আদৃত একটি বিয়োগান্তক নাটক। গত চারশ বছর ধরে এ নাটকটি বিশ্বের বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়ে আসছে। এ নাটকে ব্যক্তিমানুষের অন্তর্গত ও নিত্যকার সংঘাতময় জীবনের আশা-হতাশার দোদুল্যমানতা অনুকরণীয় পারঙ্গময়তায় চিত্রিত হয়েছে। শেকসপিয়ারের অনন্য লেখনীতে মানুষের সমষ্টিগত জীবনের ইতি ও নেতির দ্ব›দ্বও বিবৃত হয়েছে এ নাটকে। কবি, লেখক ও নাট্যকার সৈয়দ শামসুল হক তার অন্তিম শয্যায় অনন্য কুশলতায় শেকসপিয়ারের ‘হ্যামলেট’ নাটকটির মুক্ত অনুবাদ করেন। অনুবাদ কাজ সম্পন্ন করার কিছু দিন পরেই আমাদের সবাইকে কাঁদিয়ে অনন্তের যাত্রী হন। রেখে যান আমাদের জন্য তার অনন্য সাহিত্য সৃজনের ভান্ডার। শেকসপিয়ারের নাটক অনুবাদ ও রূপান্তরের ক্ষেত্রে উনি ছিলেন অপ্রতিদ্ব›দ্বী। তার অনূদিত শেকসপিয়ারের নাট্যত্রয় ম্যাকবেথ, টেম্পেস্ট এবং ক্রয়লাস ও ক্রেসিদা আমাদের নাট্যসাহিত্যে অনন্য সংযোজন। এ ছাড়া শেকসপিয়ারের ‘জুলিয়াস সিজার’ অবলম্বনে তার রূপান্তরিত নাটক ‘গণনায়ক’ও এক উল্লেখযোগ্য নাট্যসৃজন। এ নাটকগুলো দেশে-বিদেশে মঞ্চায়িত হয়ে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। ‘হ্যামলেট’ নাটকে ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের জীবনযুদ্ধের দ্ব›দ্ব ও সংকটময় রূপ চিত্রিত হয়েছে, যা কাহিনি বিন্যাস ও মর্মকথায় হয়ে উঠেছে সর্বজনীন। নাট্যকার সৈয়দ শামসুল হক তার কোনো ব্যত্যয় ঘটাননি। তবে তার প্রয়াস ছিল, শেকসপিয়ারের ‘হ্যামলেট’ যেন হয়ে ওঠে বাঙালির ‘হ্যামলেট’ তথা বাংলাদেশের ‘হ্যামলেট’। তিনি তার কাহিনির কোনো পরিবর্তন না ঘটিয়ে গ্রথিত করেছেন মহান বাঙালি কবিদের কাব্যাংশ ও সংগীত। পাশাপাশি এসেছে আমাদের নিজস্ব লোকজ পালাগানেরও নানা আঙ্গিক। নৃত্যেও সচেতনভাবে ব্যবহৃত হয়েছে বাঙালির নৃত্যাঙ্গিক ও ভাবনা। এ নাটকের কুশীলব ও কলাকুশলীরা ঢাকায় বিভিন্ন নাট্যদলের সদস্য। শিল্পী শাহাবুদ্দিন রং ছড়ালেন সাদা-কালোয় : শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবার লাল-সবুজ থেকে বেরিয়ে এসে সাদা-কালোয় রং ছড়ালেন। ভাবনার জায়গায় ঠিক থেকেই ড্র্ইংয়ে মেলে ধরলেন নিজেকে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের আয়োজনে তাদের ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে শুরু হলো ‘শিল্পী শাহাবুদ্দিনের একক ড্রইং প্রদর্শনী ২০১৮’। তিন সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে ২৫টি ড্রইং ও ৭টি ছাপচিত্র স্থান পেয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন। বক্তব্য রাখেন শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ ও প্রদর্শনীর আহ্বায়ক শিল্পী নাসিম আহমেদ নাদভী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন মমতাজ উদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন নন্দিত সঙ্গীতশিল্পী লিলি ইসলাম। আয়োজনের শুরুতেই শিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ নিজের শিল্পকর্মের ওপর প্রাণবন্ত আলোচনায় ছবির অব্যক্ত ভাষা ও তার শক্তির ওপর আলোকপাত করেন। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App