×

আন্তর্জাতিক

শব্দের চেয়ে কয়েকগুন বেশি গতির মিসাইল পরীক্ষায় সফল চীন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫২ পিএম

শব্দের চেয়ে কয়েকগুন বেশি গতির মিসাইল পরীক্ষায় সফল চীন
তিনটি ভিন্ন ধরণের হাইপারসনিক এয়ারক্রাফট মিসাইল পরীক্ষায় সফল হল চীন। যার ফলে মিসাইল পরীক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। এই “wide-speed-range vehicles” মডেলের মিসাইলগুলি হাইপারসোনিক অর্থাৎ শব্দের চেয়েও বেশি গতিতে উড়তে সক্ষম। চলতি মাসের ২১ তারিখ চীনের উত্তরপশ্চিমে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই মিসাইলগুলি পরীক্ষা করা হয়। তাদের দেওয়া একটি ফুটেজে দেখা গিয়েছে, D18-1S, D18-2S এবং D18-3S তিনটি ভিন্ন মডেল যাদের প্রত্যেকটির আলাদা আকৃতি রয়েছে। প্রথমে তাদের তোলা হয় এবং তারপর একটি বেলুনের সাহায্যে নামানো হয়। এই ধরনের হাইপারসোনিক এয়ারক্রাফট মিসাইল পরীক্ষা চীনে এই প্রথম। এর গতি প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানো সম্ভব। এর আগে গত মাসে চীনা বিজ্ঞানীরা একটি হাইপারসোনিক গ্লিডার,Starry Sky 2 রকেটের মাধ্যমে লঞ্চ করে। এর গতি শব্দের চেয়ে প্রায় ৬গুণ বেশী ছিল। এই “wide-speed-range vehicles” টির একটি বিশেষ ক্ষমতা রয়েছে। প্রয়োজন অনুযায়ী এরা গতি কমাতে পারে, স্থিতিশীল অবস্থাতেও আনতে পারে। বিজ্ঞানীরা তিনটি ভিন্ন আকার দেন মিসাইলগুলিকে। তাদের পড়ার ধরণ,গতি নিয়ন্ত্রণ, সোনিক বেড়াকে ভাঙার ধরণ, প্যারাস্যুট খোলার পদ্ধতি, ল্যান্ডিং প্রভৃতির ওপর বিশেষ নজর দেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App