×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্যায় ২০০ জনের মৃত্যু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৬ পিএম

নাইজেরিয়ায় বন্যায় ২০০ জনের মৃত্যু
নাইজেরিয়ায় সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত দুইশ মানুষের প্রাণহানির তথ্য দিয়েছে সে দেশের জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা এনইএমএ। গতকাল বৃহস্পতিবার নাইজার ও বেনুয়ে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দুইশ জনে ঠেকেছে। অব্যাহত ভারী বর্ষণের ফলে বন্যাকবলিত হয়ে পড়েছে নাইজেরিয়ার ১২ রাজ্য। সব মিলিয়ে ১৯৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে এনইএমএ জানিয়েছে। বেশ কয়েকটি রাজ্যে জাতীয় দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে। গত মাস থেকে ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত দুই লাখ ৮৬ হাজার মানুষ। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে তিন হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৭ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App