×

খেলা

চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৮ পিএম

চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন তামিম
চোট নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকেপড়া তামিম ইকবাল হাতের অপারেশন লাগবে কিনা তা জানতে ইংল্যান্ড যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তথ্যমতে, আজ দেশ ছাড়বেন তিনি। সেখানে হাতের অবস্থা জানতে ইংলিশ চিকিৎসক ডা. ডেভিড ওয়ারউইকের শরণাপন্ন হবেন। তবে অপরেশন লাগবে কিনা তা বলা যাচ্ছে না। তামিমের ইংল্যান্ড যাওয়া নিয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে তামিম ইংল্যান্ড যাচ্ছেন। তামিমের হাতে অপারেশন লাগবে কিনা এটা তামিমই ভালো বলতে পারবেন। তবে বিসিবির প্রধান দেবাশীষ চৌধুরীর মতে, তামিমের হাতে অপারেশন লাগবে না। সেখানে ডাক্তার দেখিয়েই হয়তো দেশে ফিরতে পারবেন তিনি! এদিকে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ড্যাশিং ওপেনার তামিম হাতে চোট পেয়েছিলেন। ২ রানে লঙ্কান বোলার সুরঙ্গা লাকমালের বলে চোট পেয়ে ক্রিজ ছাড়তে হয় তাকে। তবে শেষ দিকে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ফেললে ফের ব্যাট করতে আসেন তিনি। এদিন তামিম এক হাতে ব্যাটিং করে দেশপ্রেমের অনন্যা নজির স্থাপন করেন। শিহরণ জাগানো সে মুহূর্তটি হয়তো ক্রিকেট ভক্তরা কখনোও তা ভুলতে পারবে না। কেননা এক হাতে ব্যাটিং করার এমন নজির ক্রিকেট বিশ্ব খুব কমই দেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App