×

জাতীয়

রামগঞ্জে ধসে পড়ছে মাদ্রাসার ছাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২০ পিএম

রামগঞ্জে ধসে পড়ছে মাদ্রাসার ছাদ
  রামগঞ্জ শহরের রাব্বানীয়া কামিল মাদ্রাসার ঝুঁকিপূর্ণ ভবনের একাংশের ছাদ গত রবিবার দুপুরে ধসে পড়েছে। এ সময় শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ছাদ ধসের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম মোস্তাক আহমেদ জানান, ১৯৬৪ সালে রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্র্রাসাটি প্রতিষ্ঠিত হয়। পুরনো জরাজীর্ণ এ মাদ্রাসাটি সংস্কার না করায় ভবনের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দেয়। কয়েক বছর ধরে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনকক্ষে পাঠদানসহ শিক্ষকদের দাপ্তরিক কাজ চালানো হচ্ছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের চেষ্টায় চলতি অর্থবছর সরকার রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার ৬ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের বরাদ্দ দেয়। মাদ্রাসার দাতা সদস্য আকবর হোসেন জানান, মাদ্রাসা ভবনের ছাদ ধসে পড়ার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জরুরি মিটিং করেছি। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ আউয়াল জানান, মাদ্রাসা ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়েছি। অচিরেই ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বরাদ্দকৃত নতুন ভবনের কাজ শুরু করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App