×

জাতীয়

নাগরপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক নদীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৪ পিএম

নাগরপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক নদীতে
টাঙ্গাইলের নাগরপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক নদীতে পড়েছে। এতে সড়ক যোগাযোগ বিছিন্ন হওয়ায় জন দুর্ভোগ চরমে পৌছেছে। বুধবার ভোরে টাঙ্গাইল-অরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা নামক স্থানে নোয়াই নদীর উপর বেইলি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক ও সহকারী তাৎক্ষনিকভাবে দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এ ঘটনার পর উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, টাঙ্গাইল-অরিচা এ মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন দৌলতপুর, ঘিওর, মানিকগঞ্জ ও রাজধানী ঢাকাসহ আরিচা, পাটুরিয়া রুটে যান চলাচল করে। ব্রিজ ভেঙ্গে যাওয়ায় এ মহাসড়কে চলাচলকারি যাত্রী সাধারন পরেছে চরম বিপাকে। স্থানীয়দের বরাত দিয়ে বেকড়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন জানান, বুধবার ভোর পৌনে চারটার দিকে নাগরপুর থেকে একটি অতিরিক্ত (ওভারলোড) বালু বোঝাই ট্রাক ভালকুটিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি বারাপুষা বেইলি ব্রিজে উঠা মাত্র ব্রিজটি ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। ঘটনার পর থেকে ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে অবনর্নীয় দুর্ভোগে পড়েছে শত শত স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রীসহ হাজারো জনসাধারন। এ দিকে যানচালাচল বন্ধ থাকায় জনসাধারন নৌকাযোগে পরাপার হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীন জানান, দুর্ঘটানার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি জনগনের চলাচলের উপযোগি করতে সড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া দুর্ঘটনারোধে সেতুর এপার-ওপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. ইমরান ইরফান যুগান্তরকে বলেন, জনগুরুত্ব বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে মেরামত করে ব্রীজটি চলাচলের উপযোগি করার উদ্যোগ নেয়া হচ্ছে। ৭-৮ দিনের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে তিনি জানান। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এহসান বলেন, টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহা সড়কে বারাপুষা নোয়াই নদীর ওপর বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ার খবর পেয়েছি।আজ (বৃহষ্পতিবার) থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চলাচলের ্উপযোগি করা হবে বলে দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App