×

খেলা

যাঁরা জিতলেন 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫১ পিএম

যাঁরা জিতলেন 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড'
'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার : 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ারের' পুরষ্কার  জিতেছেন - লুকা মদ্রিদ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ) 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' জিতলেন যাঁরা ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারে : ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতেছেন মার্তা। এই নিয়ে ষষ্ঠবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। এর আগে ২০০৬-২০১০, টানা পাঁচবার পুরস্কার জিতেছিলেন তিনি। 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' জিতলেন যাঁরা বর্ষসেরা গোলরক্ষক : বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন রাশিয়া বিশ্বকাপে দুরন্ত খেলা বেলজিয়ামের থিওবাও কুর্তোয়া। অগাস্টে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই গোলকিপার। 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' জিতলেন যাঁরা বর্ষসেরা কোচ(পুরুষ) : বর্ষসেরা কোচের(পুরুষ) পুরস্কার জিতেছেন দিদিয়ে দেশঁ। ফ্রান্সকে ২০ বছর পর আরও একটি বিশ্বকাপ জেতানোর পুরস্কার পেয়েছেন ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবেও বিশ্বকাপ জেতা এই ফরাসি কোচ। 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' জিতলেন যাঁরা বর্ষসেরা কোচ (মহিলা দলের জন্য) : বর্ষসেরা কোচের পুরস্কার (মহিলা দলের জন্য) জিতেছেন ফ্রান্সের রেইনাল পেরহোস। তাঁর তত্বাবধানেই গত মরশুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জেতে অলিম্পিক লিওঁর মেয়েরা। 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' জিতলেন যাঁরা বর্ষসেরা গোল (ফিফা পুসকাস অ্যাওয়ার্ড) : বর্ষসেরা গোল, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' জিতলেন যাঁরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App