×

জাতীয়

মহাখালীতে বাস শ্রমিকদের অঘোষিত ধর্মঘট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪ এএম

মহাখালীতে বাস শ্রমিকদের অঘোষিত ধর্মঘট
রাজধানীর মহাখালীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের জেরে মহাখালী বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টার্মিনালের পাশের একটি পাম্প স্টেশনে তেল নিতে গিয়ে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে এনা পরিবহনের একজন চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এনা পরিবহনের একজন বাসের চালক আকতার হোসেনকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। পরে অন্যান্য শ্রমিকরা এসে আকতারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিবহন চালানো বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহসহ দূর পাল্লার যাত্রীরা। রাতে যান চলাচল স্বাভাবিক হলেরও সকাল থেকে কোনো বাস না চলায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, রাতে একজন ড্রাইভারকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এ ঘটনায় অন্যান্য শ্রমিকরা ছুটে গিয়ে আহত ড্রাইভারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ সময় শ্রমিকরা পুলিশকে খবর দিলেও পুলিশ শ্রমিকদের সহযোগিতা করেনি। যে কারণে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রদীপ কুমার এ বিষয়ে বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি। তাদের নেতাদের সঙ্গে বিষয়টি মীমাংসা করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি। আশা করছি খুব দ্রুত সমাধান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App