×

তথ্যপ্রযুক্তি

ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন আনছে নুবিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৬ পিএম

ডুয়েল স্ক্রিনের স্মার্টফোন আনছে নুবিয়া
চীনের কোম্পানি জেটইর সাব ব্র্যান্ড নুবিয়া সব সময়ই আলাদা কিছু করার চেষ্টা করে। এর আগে বিশ্বের প্রথম ওয়্যারেবল স্মার্টফোন উন্মোচন করে কোস্পানিটি।এবার চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট টিনায় দেখা মিললো তাদের তৈরি ডুয়েল স্ক্রিন স্মার্টফোনের। মডেলটির নাম দেওয়া হয়েছে জেড ১৮ এস।ফোনটির সামনের ডিসপ্লেতে আছে ৬ দশমিক ২৬ ইঞ্চির ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০ বাই ২২৮০ পিক্সেল। পেছনে আছে ৫ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে। রেজুলেশন ৭২০ বাই ১৫২০ পিক্সেল। ধারণা করা হচ্ছে, দুটি ডিসপ্লে চালানোর জন্য ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর।টিনায় জানা গেছে, ফোনটির পেছনে ২৪ ও ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। সামনের ডিসপ্লেতে কোনো ক্যামেরা দেখা যায়নি।৬ ও ৮ গিগাবাইট র‍্যামের ডিভাইসটি যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সংস্করণে পাওয়া যাবে। ব্যাকআপের জন্য এতে থাকবে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।এটি সোনালি ও কালো রঙে পাওয়া যাবে। টিনার অনুমোদন পাওয়ায় ধারণা করা হচ্ছে, ফোনটি খুব দ্রুতই বাজারে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App