×

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় চলমান সংঘাতে নিহত ২৮, আটক ১২০০

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৮ পিএম

ইথিওপিয়ায় চলমান সংঘাতে নিহত ২৮, আটক ১২০০
ইথিওপিয়ায় কয়েক দিন ধরেই রক্তক্ষয়ী রাজনৈতিক সহিংসতা চলছে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত প্রায় এক হাজার দু'শ জনকে আটক করেছে সে দেশের পুলিশ। চলতি বছরের এপ্রিলে সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পর গণগ্রেফতারের ঘটনা এই প্রথম। আটকদের মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর বিদ্রোহী অরোমো লিবারেশন ফ্রন্টের নির্বাসিত নেতা দেশে ফেরার পর রাজধানী আদ্দিস আবাবায় রক্তক্ষয়ী সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক হাজার চারশ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গেছে, দেশটির জুয়ার আসর, মদের বার থেকে বেশিরভাগকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App