×

পুরনো খবর

স্পাইসি বিফ এনচিলাদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৩ পিএম

স্পাইসি বিফ এনচিলাদা
আশা করি সবাই ভাল আছেন । আজ আপনাদের সামনে একটি বিদেশি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম । রেসিপিটি হল বিফ এনচিলাদা । খুবই স্পাইসি এবং মুখরোচক । তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখেনিই । উপকরণঃ রেড চিলি সস —— ১ রেসিপি *মৌরি ছেঁচা ——– ১/৪ চা. চা হাড় ছাড়া মাংস —– ৭০০ গ্রাম *লবঙ্গ গুঁড়া ——— ১/২ চা. চা *লবণ ————– ১ চা. চা. *টরটিলা ———– ১২ টি *সয়াবিন তেল ——- ২ টে. চা. *চেদার চিজ ঝুরি —– ২ কাপ *পেঁয়াজ মিহিকুচি —– ১/২ কাপ *ঢাকাই পনির ——— ২ কাপ *বিফ স্টক ———- ৩/৪ কাপ *সাওয়ার ক্রিম ——- ১/৪ কাপ *কিসমিস ———– ১/৪ কাপ *সাদা দই ————— ১ কাপ *রসুন ছেঁচা ———— ২ কোষ *পিটেড রাইপঅলিভ —- ১/৩ কাপ *চিলি সস ———— ১/২ কাপ *তাজা ধনেপাতা কুচি
১। প্রথমে মাংস ২ সে.মি. চৌকো টুকরা করে নিন । তারপর ধুয়ে ভালভাবে পানি ঝরিয়ে নিন । কড়াইয়ে ১ টে. চামচ তেল গরম করে অর্ধেক মাংস লবণ দিয়ে ভাজতে হবে । ১০-১২ মিনিট পরে মাংস বাদামি রং হলে তুলে রাখুন । বাকি অর্ধেক মাংস ও তেলে দিয়ে ভেজে নিন । ২। এইভার কড়াই এর তেলে পেঁয়াজ দিয়ে ভাজুন । পেঁয়াজ নরম হলে মাংস দিন । বিফস্টক বা পানি দিন । কিসমিস, রসুন, মৌরি, লবঙ্গ এবং ১/৪ কাপ চিলি সস দিয়ে ভাল করে মিশান । ভালভাবে কয়েকবার ফুটে উঠলে জ্বাল কমিয়ে দিন । মৃদু আঁচে ঢেকে দেড় থেকে দুই ঘন্টা উনুনে রাখুন । মাংস খুব ভালভাবে সিদ্ধ হবে। ৩। ওভেনে ১৯০০ সেঃ তাপে রেখে দিন । ২টি কাঁটা চামচ দিয়ে মাংসের আঁশ কিছুটা আলগা করে নিন । টরটিলা অল্প তেলে দুপিঠ হালকা ভেজে নিন । ৪। এইভার চিলি সস গরম করে নিন । একটি টরটিলা গরম চিলি সসে ডুবিয়েই তুলে বেকিং ট্রেতে রাখুন । ৩ টে. চামচ মাংস দিয়ে টরটিলা মুড়িয়ে দিন । এভাবে খুব তাড়াতাড়ি টরটিলা মুড়িয়ে ট্রেতে সাজিয়ে নিন । একসঙ্গে ট্রেতে যতগুলি আসবে ততগুলি দিন । বাকিগুলো পরে দিবেন । রোলের উপরে রেড চিলি সস ঢেলে দিন । উপরে পনির ছিটিয়ে বেক করে নিন । ২৫ মিনিট পরে অথবা পনির সসের সাথে মিশে বুদবুদ উঠলে নামিয়ে নিন । ধনেপাতা ও অলিভ দিয়ে সঙ্গে সঙ্গে গরম এনচিলাদা পরিবেশন করুন । এনচিলাদা খুব গরম খেতে হয়। ৫। চিলি সসের পরিবর্তে টমেটো সস এবং গরুর মাংসের পরিবর্তে স্ক্রাম্বলড এগ দিয়েও এনচিলাদা করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App