×

খেলা

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহজাদ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৫ পিএম

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহজাদ
পাকিস্তান ও বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। সংযুক্ত আরব আমিরাতে চলমান এই টুর্নামেন্টের মধ্যেই স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। জুয়াড়িরা অবশ্য শাহজাদকে এশিয়া কাপে কিছু করতে বলেনি। আগামী ৫ অক্টোবর থেকে শারজাহতে শুরু হবে আফগান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির প্রথম আসর। ওই টুর্নামেন্ট সামনে রেখেই স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয় শাহজাদকে। ইএসপিএন-ক্রিকইনফো বলছে, প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহজাদ বিষয়টা আফগান টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন। তারা আবার সেটা জানিয়েছে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে। আফগান প্রিমিয়ার লিগে শাহজাদ খেলবেন পাকতিয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে। ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইলের মতো বিশ্বের বড় বড় তারকারাও খেলবেন এই টুর্নামেন্টে। আইসিসির এক কর্মকর্তা বলেছেন, ‘এশিয়া কাপ চলাকালীন একটা প্রস্তাব পাওয়ার কথা জানা গেছে। তবে সেটা তাদের (আফগানিস্তানের) নিজস্ব টি-টোয়েন্টি লিগের জন্য। শনিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টা অবহিত করা হয়েছে। দুর্নীতি দমন ইউনিট সেটা খতিয়ে দেখছে।' দুবাইয়ে সোমবার সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল জানান, গত ১২ মাসে পাঁচজন আন্তর্জাতিক অধিনায়ক স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে চারজন পূর্ণ সদস্য দেশের। একমাত্র পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ প্রস্তাব পাওয়ার বিষয়টা জনসম্মুখে প্রকাশ করেন। মার্শাল বলেছেন, ‘গত ১২ মাসে ৩২টি তদন্ত হয়েছে। যেখানে আটজন খেলোয়াড়কে সন্দেহভাজন হিসেবে পাওয়া গেছে। আবার পাঁচজন রয়েছে প্রশাসক অথবা ক্রিকেট খেলে না এমন। তিনজনকে ইতিমধ্যেই শাস্তি দেওয়া হয়েছে। পাঁচজন আন্তর্জাতিক অধিনায়ক স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন বলে স্বীকার করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App