×

খেলা

শীর্ষে রিয়াল মাদ্রিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১০ পিএম

শীর্ষে রিয়াল মাদ্রিদ
লা লিগায় আবারো জয়ের ধারায় ফিরেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত রবিবার অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করেছিল তারা। তবে জয়ের ধারায় ফিরতে বেশি সময় লাগেনি কোচ হুলেন লোপেতেগুইয়ের শিষ্যদের। শনিবার রাতে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। রিয়াল মাদ্রিদের হয়ে এদিন জয়সূচক একমাত্র গোলটি করেছেন ফরোয়ার্ড মার্কো এসেন্সিও। এ ছাড়া রবিবার রাতে ইতালিয়ান সিরি আয় সাম্পদোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইন্টারমিলান। অন্যদিকে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটির বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল এবং ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। তবে এদিন হোঁচট খেয়েছে ম্যানইউ। রবিবার রাতে অপেক্ষাকৃত দুর্বল দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা। স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় পেলেও চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। গত রবিবার অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করেছিল তারা। তাই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকার জন্য শনিবার রাতের ম্যাচটিতে জয় পাওয়া গুরুত্বপূর্ণ ছিল কোচ হুলেন লোপেতেগুইয়ের শিষ্যদের জন্য। জয়ের লক্ষ্য নিয়েই নিজেদের মাঠে এদিন অপেক্ষাকৃত দুর্বল দল এস্পানিওলের বিপক্ষে খেলতে নামেন সার্জিও রামোসরা। তবে দলের গুরুত্বপূর্ণ তিন সদস্যকে বিশ্রামে রেখেই এ ম্যাচের জন্য দল সাজিয়েছিলেন লোপেতেগুই। তারা হলেন- মার্সেলো, গ্যারেথ বেল ও টনি ক্রুস। এদের অভাবটা অবশ্য খুব একটা উপলব্ধি করতে দেননি অন্য খেলোয়াড়রা। এস্পানিওলের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কাক্সিক্ষত গোলের দেখা পেতে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। অবশেষে বিরতির চার মিনিট আগে কাক্সিক্ষত গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। এ সময় করিম বেনজেমাকে লক্ষ্য করে লুকা মড্রিচের বাড়ানো বল এস্পানিওলের রক্ষণভাগের খেলোয়াড়দের গায়ে লেগে চলে আসে এসেন্সিওর কাছে এবং প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট নেন তিনি। এসেন্সিওর শট এস্পানিওলের জালে প্রবেশ করলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিক দলের খেলোয়াড়রা। এ জয়ের ফলে লা লিগার এবারের আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে তারা। রিয়ালের চেয়ে ১টি ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App