×

জাতীয়

মাগুরায় রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৪ পিএম

মাগুরায় রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
জেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অধিক জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। চলতি মৌসুমে জেলার চার উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ ৫৭ হাজার ৮৬৭ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২২ হাজার ৩০০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ১১ হাজার ৭০ হেক্টর, শালিখা উপজেলায় ১৩ হাজার ৩৬০ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ১১ হাজার ৭০০ হেক্টর যা লক্ষ্যমাত্রার তুলনায় ৫৬৩ হেক্টর বেশি। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সময়মতো বৃষ্টিপাত, সারসহ অন্যান্য কৃষি উপকরণের কোনো সংকট না থাকায় কৃষকরা ইচ্ছামতো ধান আবাদ করতে সক্ষম হয়েছেন। অধিকাংশ কৃষক কৃষি অফিসের পরামর্শমতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ধানের আবাদ করেছেন। এর মধ্যে ব্রি-৫৯, ব্রি-৫৭, ব্রি-৬২, ব্রি-৩৯, ব্রি-৩৩, ব্রি-৭২, ব্রি-৭৫, বিনা-৭, বিআর-১১, জিএস-১, গুটি স্বর্ণসহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধান চাষ হয়েছে। ধানক্ষেতের পোকা দমনে ইতোমধ্যে ৫০ ভাগ জমিতে পার্চিং ব্যবস্থা করা হয়েছে। ফসল ঘরে ওঠা পর্যন্ত আবহাওয়া অনুক‚লে থাকলে প্রতিটি উপজেলায় আমান ধানের বাম্পার ফলন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কৃষক বাহারুল ইসলাম জানান, তিনি কৃষি অফিসের পরামর্শমতে ২ একর জমিতে ব্রি-৬২, ৭২ ও ৭৫ উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ করেছেন। এ জাতীয় ধানে শতক প্রতি ৩০-৩৫ কেজি হারে ধান উৎপাদন হবে বলে তিনি আশাবাদী। এ ছাড়াও গোপালপুরের কৃষক কাইয়ুম ও ইব্রাহীমও ওই জাতীয় ধান দেড় থেকে দুই একর আবাদ করেছেন। তিনিও আশাবাদী যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কাক্সিক্ষত ফলন পাবেন। উপজেলা কৃষি কর্মকতা মো. আতিকুল ইসলাম বলেন, প্রতিটি উপজেলাতেই এ বছর চলতি রোপা আমন মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় অধিক জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকায় প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়া, সময়মতো জমিতে সার প্রয়োগ করা এবং কৃষি বিভাগের পরামর্শ মেনে চলার কারণে ফলন ভালো হয়েছে। এ ছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে বেশ তদারকিও করছেন। প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত আবহাওয়া যদি এ মৌসুমে এমনই থাকে তাহলে এ বছর ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App