×

আন্তর্জাতিক

ভারতে পুলিশের পরীক্ষা দিতে গিয়ে সিআইডির হাতে আটক ৪২

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৬ পিএম

ভারতে পুলিশের পরীক্ষা দিতে গিয়ে সিআইডির হাতে আটক ৪২
ভারতের কলকাতায় পুলিশে চাকরির পরীক্ষা দিতে গিয়ে ৪২ জন আটক হয়েছেন! অত্যাধুনিক সরঞ্জামের সাহায্য নিয়ে পুলিশের কন্সটেবল পদের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪২ জনকে আটক করেছে সিআইডি। প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। জানা গেছে, কলকাতার গোয়েন্দা সংস্থার কাছে আগে থেকেই এ ব্যাপারে খবর ছিল। আর সেই মতো ছিল নজরদারির ব্যবস্থা। গোয়েন্দারা জানিয়েছেন, ক্রেডিট কার্ডের মতো দেখতে একটি ডিভাইসের সাহায্য নেওয়া হয়েছিল। সেগুলোকে জুতার মধ্যে লুকিয়ে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল আটকরা। একজন সিআইডি কর্মকর্তা জানিয়েছেন, ওই ডিভাইসটি মোবাইলের সঙ্গে সংযুক্ত করা হয়। তারপর প্রয়োজনীয় বার্তা বাইরে পাঠানোর পরিকল্পনা করে তারা। কয়েকজন আবেদনকারীর কাছ থেকে ইয়ারপিসও মিলেছে। তদন্তকারীদের ধারণা এর নেপথ্যে বড় কোনো চক্র কাজ করছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। পাশাপাশি পুরো প্রক্রিয়াটির তথ্য প্রযুক্তিগত দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। ভারতে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেই এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু গত কয়েক বছর ধরে প্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। এর আগেও বিভিন্ন পরীক্ষার আবেদনকারীদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। কিন্তু এবারের ঘটনায় বেশিসংখ্যক অসদুপায় অবলম্বন করেছে বলে মনে করছে সিআইডি। এই ৪২ জনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। পাশাপাশি তাদের বিষয়ে খোঁজ খবরও শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App