×

পুরনো খবর

ব্রেড-মিটবল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৬ পিএম

ব্রেড-মিটবল
উপকরণঃ ১০০ গ্রাম মাংস,২ টেবিল চামচ পেঁয়াজ কুচি,৩ টি কাঁচা মরিচ কুঁচি,১ চা চামচ রসুন বাটা,১ চা চামচ আদা বাটা,২ চা চামচ কাবাব মশলা,লবন স্বাদ মতো,১ চা চামচ টেস্টিং সল্ট,১/২ টি ডিম,১০ পিস পাউরুটি। পুর তৈরির পদ্ধতিঃ *মাংস যতটা সম্ভব পাতলা ও ছোট করে কেটে নিন। *একটি পাত্রে সামান্য পানি দিয়ে এতে কাঁটা মাংস সামান্য লবন, ১/২ চা চামচ টেস্টিং সল্ট,আদা বাটা, রসুন বাটা , ১ চা চামচ কাবাব মশলা দিয়ে সিদ্ধ করে নিন। *একটি প্যানে ৩/৪ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিন।তেল গরম হলে এতে পেঁয়াজ কুঁচি ও মরিচ কুঁচি দিয়ে দিন। *পেঁয়াজ সামান্য লালচে হয়ে এলে এতে ১ চামচ কাবাব মশলা,স্বাদমত লবন ও বাকি ১/২ চামচ টেস্টিং সল্ট দিয়ে নেড়ে মিশিয়ে নিন। *এরপর প্যানে সিদ্ধ করা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিন।মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন। *মাঝে মাঝে নেড়ে দিন যাতে তলায় পুরে না যায়। *ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন। . মিটবল তৈরির পদ্ধতিঃ *একটি পাত্রে পানি নিন।পাউরুটির পিসগুলোর শক্ত কিনারাগুলো কেটে ফেলুন।এক পিস পাউরুটি নিয়ে হালকা করে পানি লাগান। *যাতে পাউরুটি নরম হয়। খেয়াল রাখবেন যাতে পানি বেশী না লাগে। কারন পানি বেশী লাগলে পাউরুটি বেশী নরম হয়ে যাবে। *এরপর হাতের তালুতে নরম পাউরুটি রেখে এতে ১ চা চামচ পুর দিন। এবং পাউরুটির চার পাশ দিয়ে পুরটি ঢেকে দিন। *এরপর হাতে চেপে চেপে গোলাকৃতির বল তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে পুর বাইরে না বেরিয়ে যায়। *এভাবে সব কটি বল তৈরি করুন।একটি ছোট বাটিতে ১/২ টি ডিম নিয়ে ১ চিমটি লবন দিয়ে ভালো মতো ফেটিয়ে নিন। *একটি কড়াই/ প্যান গরম করে এতে ডুবো তেলে বলগুলো ভাজা যায় এমনভাবে তেল ঢালুন এবং তেল গরম হতে দিন। *দেখবেন তেল আবার বেশী গরম না হয়ে যায়।এরপর বলগুলো ফেটানো ডিমে চুবিয়ে তুলে তেলে দিয়ে ভাজুন। *বলগুলোর সবদিক লালচে হয়ে উঠলে একটি কিচেন টিস্যুতে নামিয়ে নিন। এতে টিস্যু বাড়তি তেল শুষে নেবে। *সসের সাথে পরিবেশন করুন গরম গরম ভিন্নধর্মী ব্রেড-মিটবল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App